নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

নির্ভরতার মানুষ বাউন্ডুলে হয়েই আমার বন্ধু থেকো

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০

অনেকদিন পর লিখতে বসেছি আজ । হয়ত আজও লিখতাম না কিন্তু ভিনদেশী কোন বন্ধুকে শুভেচ্ছা পাঠানোর জন্য লেখা ছাড়া কিছুই পেলাম না ।



আমার স্মৃতিশক্তি অনেক কম ,তাই ভুলেই গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে তোমার সাথে আমার দেখা হয়েছিল । সেই শীতের সকালে আমাদের সাক্ষাৎকার ছিল সেদিন ,আমি ছিলাম জ্বরে আচ্ছন্ন ,মা আর আমি রিক্সা করে সাতসকালে হাজির হয়েছিলাম ক্যাম্পাসের নোটিশবোর্ডের সামনে । দেখলাম দুটো ছেলে নোটিশবোর্ড ঘাঁটছে তাদের কি জিজ্ঞাসা করেছিলাম বা তারা কি জবাব দিয়েছিল তা মনে নেই । চার বছর পর ক্যাম্পাস ছাড়ার সময় তুমি মনে করে দিয়েছিলে সেইদিনের ছেলেটি তুমি ছিলে ।



এরপর প্রায়ই দেখতাম ক্লাসে খোঁচা মেরে একে ওকে পচাতে ,বৃষ্টির জুতো ফেলে দিয়েছিলে। আমি একবার তোমার মাঙ্কি ক্যাপ মাথা থেকে নিয়ে দৌড় দিয়েছিলাম তাও তুমি কিছু বলনি ।



মানুশ স্বভাবতই নির্ভরশীল কারো না কারো উপর । আমিও নির্ভর করতাম আমার বন্ধুদের উপর । যেদিন আমার নির্ভরতার সেরা বন্ধুটিকে হারালাম সেদিন থেকে আমি একা হয়ে গিয়েছিলাম । ক্যাম্পাস ট্যুরে যাবার আগে ভেবেছিলাম খুব কষ্ট পাব একা সেখানে অথচ যাবার পর বুঝেছিলাম অদৃশ্য ভাবে তুমি সাথে আছ আরেকজন নির্ভরযোগ্য মানুষ হয়ে ।



যেদিন ক্যাম্পাসে রাগ ডে নিয়ে তোমরা প্লান করছিলে সেদিন আমি বাধা দিয়েছিলাম পুরো ক্যাম্পাসের সাথে করব না বলে তুমি তোমরা সেদিন পারতে আমার কথা না শুনতে কিন্তু তোমরা ক্যাম্পাসের সব ডিপার্টমেন্টের ছেলেদের গালি ঝাড়ি থ্রেট হজম করেও আমার প্রস্তাব না কর নি ।ধীরে ধীরে তোমার প্রতি নির্ভর করতে শুরু করলাম । যেদিন আমি ক্যাম্পাস ছেড়ে আসব সেদিন খুব কষ্ট হচ্ছিল একা একা কিভাবে এত জিনিসপত্র বাড়ি নিয়ে আসব ? অনেক লজ্জার মাথা খেয়ে তোমাকে সাথে নিয়ে কুরিয়ার করলাম । সেদিন রোজা ছিল আমি বার বার জিজ্ঞাসা করছিলাম কেঊ ঢাকা যাবে নাকি? আমি তার সাথে যাব, কাঊকে না পেয়ে তুমি বললে তুমি নিজেই ঢাকা যাবে আমিও খুশি মনে রাজি হয়ে গেলাম । সেদিন তোমার সাথে রাস্তায় অনেক কথা হল ঢাকায় নেমে আমায় বাসার কাছাকাছি পর্যন্ত এগিয়ে দিলে । আমি তখনও জানতাম না সেদিন রাতেই তুমি আবার রাজশাহী চলে যাও, তুমি শুধু আমার জন্যই ঢাকায় এসেছিলে ।



এরপর ঢাকায় আসার পর কত জ্বালিয়েছি তোমাকে তার ইয়ত্তা নেই। যখন যেখানে ডেকেছি তখনই তোমাকে কাছে পেয়েছি বন্ধু হিসেবে। তুমি দূরদেশে চলে যাবে জানতাম কিন্তু ভাবিনি আমি এতটা একা হয়ে যাব তোমার প্রস্থানের পর। নির্ভরতার স্থান খালি হয়ে গেলে মানুষ অসহায় বোধ করে আমিও করতাম । এখন নিজেকে সামলে নিয়েছি । সামনের দিনগুলোতে আর এই ভুল করব না । শূন্যস্থান পূরণের চেষ্টা আর করব না।



বন্ধু এখন তোমার জন্মদিনের শেষ প্রহর। জানি আমার এই লেখা তোমার কাছে হাস্যকর লাগবে তবুও বলি, আমি আমার নির্ভরতার মানুষ হিসেবে তোমাকে আজীবন বন্ধু হিসেবে পেতে চাই।আমি জানি যে ব্যক্তি বন্ধুহীন তার মত অভাগা আর নেই । আমি অভাগা হতে চাইনা । চিরদিন তোমাকে একজন ভালোবন্ধু হিসেবেই পেতে চাই । অনেক কিছুই লিখব ভেবে বসেছিলাম কিন্তু লিখতে বসার পর আর কিছু মাথায় আসছে না এমনই হয় স্মৃতি স্মৃতিতেই থাকে তা কলমে আসতে চায় না ।



আমার এক নির্ভরতার মানুষের জন্য লেখা কবিতা তোমাকেও দিলাম কেননা তুমিও আমার একজন নির্ভরতার মানুষ ।তোমাকে দেয়ার মত আমার কাছে এর চাইতে বেশি কিছুই নেই ।

ভালো থেকো বন্ধু ,আকাশ ছাড়ানো স্বপ্ন দেখো ,

বাউন্ডুলে হয়েই আমার বন্ধু থেকো ।




কি দেব তোমায় ?



কি দেব ভেবে ভেবে করেছি কতক রাত পার,

আর-ডি ,নিউমার্কেট ঘুরেছি বহুবার,

কি দেব আজ তোমার শুভক্ষণে ?

ভেবেছি গতকাল,আজ ভোর,সন্ধ্যে ।



কতকিছু খুঁজেছি আপন মনে,

দেবার কিছু পাইনি খুঁজে উপহারের বনে।



গোল-চত্বরের শিওলি ফুলের সুবাস,

জিরো-পয়েন্টের সব রজনীগন্ধা,

কাঠগোলাপের প্রতিটি পাপড়ি

আর গন্ধরাজের একটি স্তবক,

তোমাকে দিলাম।



গভীর রাতের গূঞ্জন তোমাকে শুনালাম,

কুয়াশা ভেজা ভোরে তোমাকে হাঁটালাম,

কনকনে শীতের সকালে তোমাকে জাগালাম,

সূর্যাস্ত দেখাতে পদ্মার পাড়ে নিয়ে চললাম।



বেলদারপারের ডাবল শিকের বার্গার খাওয়ালাম,

জিরো-পয়েন্টের লেবু চা খাওয়ালাম,

জীবনানন্দের একগুচ্ছ কবিতা পড়ার অনুরোধ করলাম,

তোমার প্রিয় হিন্দি মুভি ডিভিডি করে রাখলাম।



আমার সাধ আর সাধ্যে শুধুই অনুভুতি,

যার সবই আমার পঙক্তি।

সবই হয়ত কাল্পনিক অথবা কাব্য-

তবে এই ছিল তোমার প্রাপ্য।





শুভ জন্মদিন 'vessilli' ।

মন্তব্য ৬৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বন্ধুরাই তো জীবনের শ্রেষ্ঠ অর্জন। আপনি ভাগ্যবান।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

আমিভূত বলেছেন: হুম আমি ভাগ্যবান ছিলাম , দূরে চলে গেলে সম্পর্কগুলো দূরের হয়ে যায় ।

ভালো থাকবেন প্রোফেসর ।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

অদ্ভুত-অভিনব বলেছেন: সুন্দর ..অসাধারণ। কবিতার সাথে ২-৩ টো জোনাকী পোঁকা বন্ধুকে দিতে পারেন অথবা ঘাসফড়িং।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

আমিভূত বলেছেন: ঢাকা শহরে জোনাকি পোকা কোথায় পাওয়া যায় জানেন ?

:( জানলেও লাভ নেই বন্ধুরে পাঠানোর লাগি টাকা নাইক্কা :P

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখাটা। আপনার বন্ধুর জন্যে শুভকামনা।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।

প্রায়ই আপনাকে আমার ব্লগে দেখি লজ্জা পাই কেননা আমার ব্লগে আপনার মন্তব্য করার সুযোগ মত লেখা হয়ত থাকে না :(

এদিকে আমি আপনার সব লেখাই পড়ি কিন্তু মন্তব্য করার দুঃসাহস করি না :) শুভ কামনা আপনার জন্য ।

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

সাইকেল-আরোহী বলেছেন: একজনের জন্য লিখা কবিতা অন্যকে দিতে হয় না.. :|

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

আমিভূত বলেছেন: কি করব আমার মাথা থেকে সাহিত্য চলে গেছে :(

একটাই ছিল সম্বল :)

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৩

এম এস সোহেল বলেছেন: বন্ধুকে জন্মদিনে শুভেচ্ছা


বন্ধু ভালো থাকুক

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

আমিভূত বলেছেন: শুভেচ্ছা পৌঁছে গেছে আশা করছি ।

শুভকামনা রইল ।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ভালো লাগল লেখাটা। :) আপনার বন্ধু ভাগ্যবান, আপনার মত বন্ধু পেয়েছে!

শুভ কামনা রইল।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ কাভা ভাই।

হয়ত !

শুভ কামনা ।

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমার সাধ আর সাধ্যে শুধুই অনুভুতি,
যার সবই আমার পঙক্তি।
সবই হয়ত কাল্পনিক অথবা কাব্য-
তবে এই ছিল তোমার প্রাপ্য।


আপনার ভাল মনের এই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ শোভন । শুভেচ্ছা আশা করছি পৌছে গেছে :)

ভালো থাকবেন ।

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

না পারভীন বলেছেন: অনেক ভাল লাগল । বন্ধুত্ব চিরদিন অক্ষুন্ন থাক । :)

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ নাপা আপা । বন্ধুত্ব চিরদিন অক্ষুন্ন থাক :)

৯| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

ভারসাম্য বলেছেন: ভাল লাগল। বন্ধুর জন্য শুভকামনা।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিভূত বলেছেন: শুভ কামনা গৃহীত হল :)

ভালো থাকবেন ।

১০| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

একজন আরমান বলেছেন:
হৃদয় ছোঁয়া লেখা।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।
ভালো আছেন আশা করছি :)

১১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: বন্ধুকে আবারও কাছে ফিরে পাক ভূত , এই প্রত্যাশায় ++++++++++

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

আমিভূত বলেছেন: যে যায় সে কি আর আসে ? আপনি কি ফিরে আসবেন এই সোনালী দেশে ?

বন্ধু যেখানেই থাকুক ভালো থাকুক । আমি স্বনির্ভর হতে শিখে ফেলেছি :)

১২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

উড়ুউড়ু বলেছেন: বন্ধুদের নিয়ে লিখতে ভালই লাগে।
কিন্তু স্মৃতিগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। স্মৃতির অ্যালবামে নতুন কোন ছবি আর যোগ হবে না! কি নিষ্ঠুর এই সত্য!!

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

আমিভূত বলেছেন: হুম আসলেই স্মৃতিগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে !! দূরে চলে গেলে এমনই তো হবে তাই না ?

কি আছে ওই দূর দেশে ?
তবু ভালো থেকো তোমরা যেখানেই থাকো।

১৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

একজন আরমান বলেছেন:
আপু ভালো থাকার সঙ্গাটা আপেক্ষিক !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২০

আমিভূত বলেছেন: এই ক্ষণিকের জীবন দুনিয়ার জীবন টাই আপেক্ষিক :(

এই আপেক্ষিক দুনিয়ায় সব কিছুই আপেক্ষিক :(


১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

বেশ আবেগী লেখা ++++++

আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই ।

আপনার জন্য রইল দোয়া :)

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

আরমিন বলেছেন: ভাল লাগলো লেখাটা, আপনাকে আর আপনার বন্ধু দুজনের জন্যই শুভকামনা।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০

আমিভূত বলেছেন: ধন্যবাদ আরমিন ।
শুভ কামনা আপনার জন্য ।

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১

বাঘ মামা বলেছেন: বন্ধুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা


শুভ কামনা বন্ধুর জন্য এবং ভুতের জন্যও ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

আমিভূত বলেছেন: কেমন আছেন মামা ? আশা করছি সুখেই দিনাতিপাত করছেন :) ভালো থাকুন সবসময় ।

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৬

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো লাগলো লেখাটা।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

আমিভূত বলেছেন: শুকরিয়া শাকিল ভাই ।

ভালো থাকুন সবসময় :)

১৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । আপনাদের বন্ধুত্ব চিরস্থায়ী হোক ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

দোয়া করবেন বন্ধুত্ব যেন চিরদিন থাকে অমলিন :)

১৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন একজন বন্ধুর কথা আমিও খুব ভাবি, যে হবে নিঃস্বার্থ, কিন্তু সবচেয়ে নির্ভরশীল, এবং কাছের ও অন্তরঙ্গ। তার সাথে সম্পর্কটা হবে মধুরতম, সব সম্পর্কের উর্ধ্বে, তার সাথে থাকবে আমার সারাজীবনের ঋণ। এজন্য লেখাটা খুব হৃদয়গ্রাহী হয়েছে আমার কাছে। খুব খুব ভালো লাগলো আপু।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

আমিভূত বলেছেন: এমন বন্ধুত্ব পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার ।

ধন্যবাদ ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম ।
ভালো আছেন আশা করছি :)

২০| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪

অদৃশ্য বলেছেন:




ভূতের চমৎকার লেখা... অনুভব স্পর্শ করেছে...



আপনার নির্ভরতার বন্ধু ও আপনার জন্য রইলো
শুভকামনা...

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ অদৃশ্য :)

আপনার জন্য ও রইল শুভকামনা ।

২১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
লেখাটা চমৎকার হয়েছে। আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা আমার পক্ষ থেকে।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৬

আমিভূত বলেছেন: :) থ্যাংকস ।

আশা করছি আপনি ভালো আছেন :)

২২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বন্ধুর জন্য এর চেয়ে ভাল উপহার আর হয় না... আপনার বন্ধুটি ভাল থাকুক সেই কামনা... :)

আর আপনিতো আমাকেও স্মৃতিকাতর করে ফেললেন... কোথায় পড়েছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল না রুয়েট? আমি রুয়েটে ছিলাম... এই পোস্টের মাধ্যমে আপনি আমাকে সেই ভাল লাগার শহরটিতে নিয়ে গিয়েছেন...

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩০

আমিভূত বলেছেন: শুভ কামনা আপনার এবং আপনার পরিবারের সবার জন্য :)

সময় থাকলে পড়ে আসবেন আমার এই নির্ভরতার মানুষটি জবাবে কি লিখেছে এক বাউন্ডেলের বন্ধুতা

আর ভাইয়া আমি আপনারই ডিপার্টমেন্টের জুনিয়র :)

২৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: বন্ধু আর বন্ধুত্বের স্মৃতিচারন ভাল লাগল।

বন্ধুত্বের দূরত্ব ঘুচে যাক,আর নির্ভরতার বন্ধুর প্রতি নির্ভরতা আবার ফিরে আসুক,কিছু কিছু নির্ভরতায়ও যে সুখ আছে :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩২

আমিভূত বলেছেন: অনেকদিন পর তুলি আপু !!

ভালো আছেন আশা করছি :)

সময় থাকলে পড়ে আসবেন আমার এই নির্ভরতার মানুষটি জবাবে কি লিখেছে এক বাউন্ডেলের বন্ধুতা

২৪| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাই নাকি? দারুণতো! কোন ব্যাচ? :)

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

আমিভূত বলেছেন: :) জি ভাইয়া আমিও খুব মজা পেয়েছিলাম আমাদের ফেবু পেইজে আপনার ভারত ভ্রমণের একটি পোস্ট দেখে তখনই বুঝলাম আপনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই । জুনিয়র অনেক :P :!>

২৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: Hmm.... chinte perechi... dekha hoyechilo kokhono?

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আমিভূত বলেছেন: নাহ ভাইয়া সেই সৌভাগ্য হয়নি আমার :(

আমি অনেক জুনিয়র ০৬ ব্যাচ :P

২৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

নীল-দর্পণ বলেছেন: দারুন লেখা
এই বন্ধুত্ব সুন্দর থাকুক আজীবন :)

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০

আমিভূত বলেছেন: ধন্যবাদ নীলু আপা :)

আপনার সাথে কন্ঠ মিলিয়ে বলি বন্ধুস রক্স :P B-)

২৭| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভকামনা তোমার জন্য, ভাল থেকো... :)

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩২

আমিভূত বলেছেন: আপনার জন্য দোয়া রইল ভাইয়া । সুস্থ ভাবে দেশে ফিরে আসবেন ।

২৮| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

বোকামন বলেছেন:
বেশ ভালো লেগেছিলো আপনার এই লেখাটি। প্রথম ভালোলাগা জানতে পারলেও মন্তব্য করা হয়নি। আজ আবার আসলাম শুভকামনা জানাতে।।

দোয়া করি- আপনারা সবাই ভালো থাকুন।

ধন্যবাদ।।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

আমিভূত বলেছেন: ধন্যবাদ বোকামন ,শুভ কামনা দেয়ার জন্য আবার ফিরে এসেছেন আমি কৃতজ্ঞ :)
ভালো থাকবেন :)

২৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমতকার!!!!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০০

আমিভূত বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই :)

এইচ এস সি কি এইবার দিয়েছেন ? রেজাল্টের মিষ্টি কই ?

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নাহ.....আগামীবার দিবো।

চিন্তা কইরেন না....মিষ্টি ঠিকই পাবেন।

:) :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

আমিভূত বলেছেন: ওকে মিষ্টির অপেক্ষায় রইলাম , ভালো করে পড়াশুনা করেন ভ্রাতা :)

৩১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: এই যাহ, ভূত যে আপু হয় তা তো জানা ছিল না। আমি তো গতকাল আমার ব্লগে আপনাকে পেয়ে ভাই ঠাউরে নিয়েছিলাম। এখন ভূত ভাইকে কেমনে যে ভূত আপু ডাকি? মুশকিল হয়ে গেল।
আপনার বন্ধুকে নিয়ে লেখাটা খুব স্পর্শ করে গেল। অনেক ভাল লেখেন আপনি। তরতর করে এগিয়ে যায় লীলায়িত ভঙ্গিতে।
শুভেচ্ছা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ ড্রিম ভাই , ভূত আপু হবে না কেন? ভুতেরা তো ভূত হবার আগে মানুষ ছিলো ;) B-))

আমি ভালো লিখিনাহ :( আমি শুধু পড়ি :)

ভালো থাকবেন ।

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

অলওয়েজ ড্রিম বলেছেন: জানেন না বুঝি, ভূতেরা হয় ভাই আর পেত্নীরা হয় আপু?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

আমিভূত বলেছেন: জানা ছিল না :( আপু ভাইয়ার দরকার কি ? ভূত ডাকলেই হবে :)

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: সেই যে আমার একটা গল্প পড়লেন, তারপর আপনার আর কোনো খবর নাই। ব্লগেই আপনাকে পাই না। ইতোমধ্যে কত্তগুলো গল্প লিখেছি। আপনার মন্তব্য মিস করি।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.