![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অনেকদিন পর তোমার বাড়ি এলাম,
নিমন্ত্রণ ছিলো না যদিও তবু ঘুরতে এলাম।
আজ অনেকদিন পর তোমার কাছে এলাম,
সময়ের স্রোতে তোমায় আমি ভুলতে বসেছিলাম।
আজ অনেক দিন পর লিখতে বসলাম,
ছন্দ নেই, কাব্য নেই ,সুর নেই তবু আঁকাবুকি কিছুক্ষন করলাম।
মুছে মুছে বার বার একই বাক্য বিনিময় করলাম,
আজ অনেকদিন পর তোমার সাথে হাত মিলালাম।
কেমন আছো ? চিনতে পারছো কি আমায় ?
সেই যে বছর কয়েক আগে একাকীত্বের সময় গুলো তোমায় দিয়েছিলাম ?
এখন আমি বড়ই ব্যস্ত তাই তোমার বাড়ি পা দিতে বছর দুই দেরি করে ফেললাম ,
আজ অনেকদিন পর তোমার ঘরে পা দিয়ে পুরনো দিনে ফিরে গেলাম ।
আমি আছি বেজায় ভালো , দেশে ছেড়ে বিদেশ পাড়ে
জমিয়েছি আস্তানা বদ্ধ ঘরে, নিরব এক অসময়ে,
তুমি আছো তো বেশ ?
তোমার বাড়ি জমজমাট নেই অভাবের লেশ।
আজ অনেকদিন পর তোমায় কিছু বলতে এলাম,
আমিভূত মরে নাই সে ডুবে আছে অতল বিষণ্ণতার গভীর কূপে
আজ বহুদিন পর মন খুলে কাউকে কিছু বললাম,
সামু আজ অনেকদিন পর আজ কিছু লিখলাম।
১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আমিভূত বলেছেন: ধন্যবাদ জাবেদ ভাই অনেকদিন পর প্রথম মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
আসলেই তাই প্রবাসের জীবন প্রিয়জন খুঁজে
২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬
আমিনুর রহমান বলেছেন:
সুস্বাগতম ! আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
আমিভূত বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই , এখনো নিয়মিতই আছেন ? আমি ভালো আছি হয়তো !! দেখা হবে কথা হবে আশা করছি ।
৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫২
জুন বলেছেন: আসলেই অনেক দিন পর আসলেন ,
এবার নিশ্চয় স্থায়ী হয়ে বসবেন সামু গাছের ডালে
১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
আমিভূত বলেছেন: জুন আপু !! আপনার ব্লগ অনেক মিস করেছি এই সময়গুলো , আশা করছি এখন নিয়মিত বেড়াতে যাবো আপনার ব্লগে
৪| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খোশ উমাদি বে সামু (সামুতে স্বাগতম) !
১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আমিভূত বলেছেন: Tack så mycket ভাইজান ভালো আছেন ?
৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: +
১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০
আমিভূত বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই , কিভাবে পারেন সময়ের স্রোতে নিজেকে ধরে রাখতে ? আশা করি ভালোই আছেন !
৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৩
মুদ্দাকির বলেছেন:
আমারো ইদানিং কম আসা হয় কিন্তু নিয়মিতই আসি।
ভালো হয়েছে।
১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:১২
আমিভূত বলেছেন: হুম আপনার লেখা গুলো আমার প্রায় সবই পড়া হয়ে গেছে , অফলাইনে মাঝে মাঝে পড়তাম । তবে আপনার আগের পোস্ট গুলো অনেক ভালো হত
৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি। আপনিও দেখি সুইডেন চলে গেছেন ! রোজাতো বেশ বড়, তাই না?
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৪
আমিভূত বলেছেন: আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি , অনেক বড় আল্লাহ্র ইচ্ছা আরকি , আপনিও আশা রাখি ভালোই আছেন
চাকরি খুঁজছি
আপাতত , আর ব্লগে কাইজ্জা দেখে বেড়াচ্ছি
৮| ১২ ই জুলাই, ২০১৫ রাত ২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হোয়াট এ সারপ্রাইজ!! খুশি হলাম আপনার এই প্রত্যাবর্তনে।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০২
আমিভূত বলেছেন: হাহাহা ধন্যবাদ !
আপনার লেখা মিস করেছি , ফেবুতে অবশ্য স্ট্যাটাস দেখেছি আশা করি ভালোই আছেন ।
৯| ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো কবিতা আমিভূত
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৩
আমিভূত বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই । শুভকামনা ।
১০| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: একদম বাস্তবতা মিশে আছে-কবিতায়।
ভালো লাগল।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৪
আমিভূত বলেছেন: ভালো লাগাতে পেরে আমি ধন্য
ভালো থাকবেন ।
১১| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
রাবার বলেছেন: আইসা পরেন
১২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৩
রিকি বলেছেন: আজ অনেকদিন পর তোমার বাড়ি এলাম,
নিমন্ত্রণ ছিলো না যদিও তবু ঘুরতে এলাম।
স্বাগতম ভাই ।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৭
আমিভূত বলেছেন: ধন্যবাদ ভূতের বাড়িতে বেড়াতে আসার জন্য
১৩| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০২
মধুসূদন কল্প বলেছেন: বাহ কি চমতকার উচচারণ....................।
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২১
আমিভূত বলেছেন:
১৪| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
সামু আমার লাইফের একটা পার্ট। আমি আড়ালে থাকি আর দৃশ্যত থাকি সামুতে নিয়মিত আছি।
ভালো থাকুন সবসময় হয়ত ছাড়া
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩
আমিভূত বলেছেন: সর্বদা থাকুন সামুতে আমাদের নিয়ে
ইনশাআল্লাহ্ ভালো থাকবো , আপনিও ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৩৩
তারেক সালমান জাবেদ বলেছেন: মাঝে মধ্যে কাজের ফাঁকে
এতটুকু অবসর পেলে
তুমার মুখ খানি ভেসে উটে মানসপটে
প্রবাসের জীবন প্রিয়জন খুঁজে ।