![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরবে গোপনে মনেরও গহীনে
কে যেনো আসে যায় হৃদয়ের টানে,
এ কোন মায়ার মগ্নগিরি স্বপ্ন জাগরণে
উতলা করে অচেনা সুখের আহবানে।
চারিপাশে শুনি অচেনা কণ্ঠস্বর
কল্পনাপ্রবণ সময় কাটেনা ঘোর,
ঝিঝি জ্যোৎস্নার সমাপনী ভোর
স্নিগ্ধ সকাল আর রোদেলা দুপুর।
পরন্তু বিকেলের আলো নিভে
বিষণ্ণ মন বিভোর থাকে তাকে ভেবে,
স্বপ্নময়ী স্বপ্নজালে বেধেছে আমায় দারুণভাবে
তবুও অচেনা সে কি আমার হবে!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
আমজাদ মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে কবিতা ........।