নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
হাঁসি আমার হাঁসি
কত সুন্দর তোমার মুখের মিষ্টি মধুর হাঁসি ।
আমি দেখেছি তোমার মুখে ভোরের আলোর হাঁসি
আমি দেখেছি তোমার মুখে দুপুরে সোঁনালী রোদের হাঁসি
আমি দেখেছি তোমার মুখে সূর্য ডুবার বিকেলের হাঁসি
আমি দেখেছি তোমার মুখে অন্ধকার রাতে জোসঁনা ভরা আলোকিত চাঁদের হাঁসি ।
কেও জানে না
কেও বুঝেনা
বাংলা মাতা তোমায় আমি কত ভালবাসি ।
তোমার ছায়া তোমার মায়া
তুমি রেখেছো মোদের সব ভালবাসা দিয়া ।
সবুজ মাঠে এখন বাঁজে
ক্লান্ত সেই রাখালিয়ার বাঁশি
তার সেই মধুমাখা সুরের ভালবাসায় অনেকে ছুটে আসে
আমিও ছুটে আসি
সেও তোমার ভালবাসার কারনে হে বাংলা মাতা
তবে তুমিতো বুঝ আমি তোমায় কত ভালবাসি ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
বাড্ডা ঢাকা বলেছেন: শুভেচ্ছা নিবেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮
মামুন ইসলাম বলেছেন: সুন্দর কবিতা লেখেছেন শুভেচ্ছা নিবেন
কবিতায়++++