নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

কঠিন যাদের সত্য নির্মম মুঠি তলে

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

কঠিন যাদের সত্য নির্মম মুঠি তলে

তাদের হারাবে শক্তি আছে কার বাহু বলে ।

বাংলার বীর সন্তানেরা দেখিয়েছে তাদের বীরত্ব

চিরজীবনে কেও ভুলবেনা এ কথা সত্য ।



আমার দেশের রক্তে লাল সবুজের পতাকা

কেও কি পারবে কেরে নিতে আসো এমন কোন বাপের বেটা ।

মাগো তোমার সন্তানেরা করেছে মুক্তি করেছে জয়

হয়েছে স্বাধীন হয়েছে বাংলা বিজয় ।



দিয়ে বুকের রক্ত কত মায়ের সন্তান ঘুমিয়ে আছে মাটির বিছানায়

এখন তাদের রক্ত মাঝ রাতে স্বপ্নে আমাকে জাগায় ।

বলে জাগো জাগো এখন এ মাটিতে কিছু শত্রু রয়েছে

যারা এ দেশের মাটিকে কলঙ্ক করতে চাইছে ।



সকলে মিলে দেশকে বাঁচাও

বাংলার যত শত্রু আছে সকলকে হতাও ।





বহু দেশের রূপ দেখেছি যে

আমার দেশের রূপ ভাই আমার কাছে

সে সোঁনার চেও মূল্যবান আছে

তাই সকলকে করতে হবে দেশের কাজ এক সাথে থেকে দেশের পাশ্বে।



যেমন সর্প বিষের জ্বালা সেই বুঝে যাকে সর্প কাটে সে

দেশের মায়া সেই বুঝে দেশকে ভালবাসে যে ।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

ব্লগার মাসুদ বলেছেন: ভাল কবিতা

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

মামুন ইসলাম বলেছেন: ভাল দেশের কবিতা

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

বাড্ডা ঢাকা বলেছেন: শুভেচ্ছা নিবেন ।আমার ব্লগে স্বাগতম

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন +

শুভেচ্ছা :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.