নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

হে বাংলার জনগণ বোকা

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

আজ আমরা বড়ই অসহায়
চলছে শুধু অবিচার
রাতে স্বপ্ন জোড়া দেই
সকালে ভাঙে বার বার ।

থাকে সর্বক্ষন মনে প্রিয়জন হারানোর ভয়
কেন আমাদের এমনটা হয় ।
দেশকে দিয়ে কেও মারে চার কেওবা ছয়
এত কষ্ট এত যন্ত্রনা এ মনে কত কথা কয় ।

এক সময় শুনেছি কত গান
জুড়িয়েছি এ প্রাণ

সূর্যদয়ে তুমি সূর্য অস্থে তুমি
ও আমার প্রিয় জম্ম ভূমি
প্রিয় বাংলাদেশ
আজ এ সব গান শেষ ।

এ সব গান শুনলে বোঝা যায় যে
এই দেশের গৌরব ময় সন্তানেরা
মুক্তি যুদ্ধের সময় কত কষ্ট করেছে
তারা যে স্বাধীন করেছে তার প্রমাণ মিলেছে ।

হে বাংলার জনগণ বোকা
আপনেরা কি বুঝতে পারছেন ।
প্রতেকটি রাজনৈতিক দল
আমাদের সাথে কি দারুন গেম খেলছেন।

ভাই আপনেরা কি ভাবছেন
এ বোকা কি বলছে তাই ভেবে
একা একা নিরালয় নির্জনে হাসছেন ।
পরে বুঝবেন কত বোকামি করছেন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

কালের সময় বলেছেন: সুন্দর কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ কালের সময় আপনাকে ভালো থাকবেন

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিখাদ ভাললাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই আপনাকে নিয়মিত মন্তব্যে ভালো থাকবেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

ভূতের কেচ্ছা বলেছেন: বোকা তো বটেই..................নাহলে এমন হয়........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বাড্ডা ঢাকা বলেছেন: হুম তাই বুঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.