নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

*~~~~~~~আহা!বন্ধু তোমার আসতে আর কতক্ষন~~~~~~~*

২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০


মনটা পাথর হয়ে আছে
কি করে বলি তাকে
তার আসায় মন থাকে বসে
এ মন কত যে তাকে ভালবাসে ।।

তার মন হয়ত আছে
হয়ত বা নায়
তাতে বন্ধু কি আছে যায়
এ মন যে শুধু মনের মানুষ চায় ।।

আগে সে আমায় অনেক কথার হাত বুলাতো
মাঝ রাতে জোসনা ভরা
চাঁদের নিচে বসে কত কবিতা শোনাতো
সে আমায় নিয়ে কত কাব্য রচনা করতো ।

এখন আর সে নাই
কষ্টে কাঁদে বুক তাই
আফসোসে মরে এ মন
আহা!বন্ধু তোমার আসতে আর কতক্ষন।।

আহা!সে দিন কই গেল
মনে পড়তে গা ঝাড়া দিয়ে ওঠে
কত হাসি কত কান্না
মনে হয় বিদায়ের সময় এলো ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নুর ইসলাম রফিক বলেছেন: আফসোসে মরে এ মন
আহা!বন্ধু তোমার আসতে আর কতক্ষন।।

ভালো লাগা রেখে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকে অসংখ ধন্যবাাদ ভাই

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ লাগল।
:)

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাাদ ভাই

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫

নাসির ভাই বলেছেন: আহা!সে দিন কই গেল
মনে পড়তে গা ঝাড়া দিয়ে ওঠে
কত হাসি কত কান্না
মনে হয় বিদায়ের সময় এলো ।

ভালো লাগলো ভ্রাতা

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.