নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
মনটা পাথর হয়ে আছে
কি করে বলি তাকে
তার আসায় মন থাকে বসে
এ মন কত যে তাকে ভালবাসে ।।
তার মন হয়ত আছে
হয়ত বা নায়
তাতে বন্ধু কি আছে যায়
এ মন যে শুধু মনের মানুষ চায় ।।
আগে সে আমায় অনেক কথার হাত বুলাতো
মাঝ রাতে জোসনা ভরা
চাঁদের নিচে বসে কত কবিতা শোনাতো
সে আমায় নিয়ে কত কাব্য রচনা করতো ।
এখন আর সে নাই
কষ্টে কাঁদে বুক তাই
আফসোসে মরে এ মন
আহা!বন্ধু তোমার আসতে আর কতক্ষন।।
আহা!সে দিন কই গেল
মনে পড়তে গা ঝাড়া দিয়ে ওঠে
কত হাসি কত কান্না
মনে হয় বিদায়ের সময় এলো ।।
২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকে অসংখ ধন্যবাাদ ভাই
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ লাগল।
২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাাদ ভাই
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫
নাসির ভাই বলেছেন: আহা!সে দিন কই গেল
মনে পড়তে গা ঝাড়া দিয়ে ওঠে
কত হাসি কত কান্না
মনে হয় বিদায়ের সময় এলো ।
ভালো লাগলো ভ্রাতা
২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাাদ ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: আফসোসে মরে এ মন
আহা!বন্ধু তোমার আসতে আর কতক্ষন।।
ভালো লাগা রেখে গেলাম।