![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
সেই ছোট বেলায় সাব্বির একবার তার বাবার সাথে গ্রামের বাড়ি গেছিল বেরাতে আর গ্রামে যাওয়া হয়নি । বড় হয়ে এবার প্রথম আবার গ্রামে যাচ্ছে সাব্বির ।সাব্বিরদের গ্রামে যেতে দুটি রাস্তা একটি বাস আরেকটি ট্রেন।
সাব্বিরের অনেক আগে থেকেই ইচ্ছা সে ট্রেনে ভ্রমন করবে । তাই এবার গ্রামে যখন যাবে তখন সে সিদ্ধান্ত নিল ট্রেনের হুরমুর ঝক্কর ঝক্কর শব্দটি শুনতে যাবে ।
ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী এক্সপ্রেসে উঠলো । রেল গাড়ির এ মাথা ও মাথা পযন্ত দেখা যায়না তাই সাব্বির রেল গাড়িতে উঠে ভাবল
অনেকটা পথ বাড়িতে পৌঁছাতে অনেক সময় লাগবে সারা পথ এই গাড়ির ভেতর দিয়ে পাড়ি দিতে হবে ।
ট্রেন স্টেশন থেকে ছাড়লো তখন প্রায় সন্ধা হতে চলছে কিছুক্ষনের মধ্যে রাতের আধার নেমে আসবে । ট্রেন ছুটছে আপন গতিতে এর ভেতরে কয়েক ঘন্টা পার হয়ে রাতের খাবারের সময় হয়ে গেছে । সাব্বির রাতের খাবার শেষ করে চারো দিকে এক নজর চোখ বুলিয়ে নিল । সাব্বিরের চোখে ঘুম এসে চেপেছে সাব্বিরের পাশের সিট খালি থাকাতে সাব্বির একটি লম্বা হায় তুলে সিটে পিছনে মাথা ঠেকিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল।
সাব্বিরের হঠাৎ ঘুম ভেঙ্গে যায় সাব্বির চোখ খুলে দেখে ট্রেন থামানো সে তার সামনের সিটে বসে থাকা ভদ্র লোককে জিজ্ঞাসা করলেন এখন আমরা
কোথায় আসি মুক্ত নগর যেতে আর কত সময় লাগতে পারে।
লোকটি বললো সামনের স্টেশনের পরের স্টেশন হলো মুক্ত নগর ।
সাব্বির তার সিটে গিয়ে তার ব্যাগ গুছিয়ে নিল । দেখতে দেখতে কিছু সময়ের ভেতরে সাব্বির তার স্টেশনে পৌঁছে গেল।
সাব্বির ট্রেন থেকে নামলো চার দিকটা কেমন জানি গোলাতে অন্ধকার এখনো পুরোপুরি দিনের আলো ফোটেনি ।
সাব্বির দূর থেকে কেমন একটা চেনা চেনা মুখ দেখতে পেল । সাব্বিরের কাছে মনে হলো মুখটি অতি পরিচিত একটি মুখ । সাব্বির আরেকটু সামনে এগিয়ে গেল । সাব্বিরের মনে পড়ে গেল এই মুখটি তার একদম কাছের কোন পরিচিত কাছের মানুষের মুখ না কিন্তু অতি পরিচিত একটি মুখ ।
সেই মুখটি এবার সাব্বিরের সামনে এসে তার মুখের দিকে অনেকটা সময় তাকিয়ে থেকে একটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললো আপনি কি সাব্বির ভাই
হ্য আমি সাব্বির কিন্তু আপনি । সাব্বির ভাই আপনি আমাকে অনেক ছোট দেখেছিলেন তখন আপনিও ছোট ছিলেন । সাব্বির বলে উঠলো আপনি মানে তুমি কি নুরি । চেনা কাছের মুখটি একটু আলতো হাসি দিয়ে বললো তাহলে
চিনতে পেরেছেন সাব্বির ভাই ।
কিন্তু সে কি দীর্ঘ সময় আপনার জন্য অপেক্ষা আপনার কাল বিকেলে এসে পৌঁছানোর কথা ছিল । সাব্বির বললো পথে সকালের গাড়ি মিস হয়ে যাওয়াতে বিকেলের গাড়ি ধরে আসা তাই এতটা সময় পিছিয়ে আসতে হলো।
নুরি সাব্বিরকে বললো চলুন বাড়িতে যাওয়া যাক আমার হয়ত অপেক্ষার পালা শেষ হলো এবার বাড়ি ফেরার পালা।
বাড়িতেতো যাবো কিন্তু নুরি তুমি কেন অন্য কেউ আসলে পারতো । এসেছিল সাব্বির ভাই আপনার আসা দেরি দেখে বাবা চলে গেল আমিও
চলে গেছিলাম বাড়ি কাছে থাকায় আমি আবারো এসে আপনার অপেক্ষায়।
আচ্ছা নুরি অনেক কথা হলো এবার তোমার অপেক্ষার পালা শেষ চলো বাড়ি ফেরা যাক ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
বাড্ডা ঢাকা বলেছেন:
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭
খেলাঘর বলেছেন:
আপনার পোস্ট কি কিছু সময় সামনের পাতায় যাচ্ছিল না?
আমার লেখা সামনের পাতায় যাচ্ছে না; কি করতে হবে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
বাড্ডা ঢাকা বলেছেন: ব্লগটিম সে কথা বলতে পারবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
নিলু বলেছেন: নিরাপদে পৌঁছে গেছে , এটাই সৌভাগ্য , লিখে যান