নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

যে পর হওয়ার সে কখন আপন হয়না।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২



ব্যথা আর বেদনা

আহা! কত কষ্ট আর যন্ত্রনা

মনতো তবু মানে না মানা

এমন কিছু কষ্ট ব্যথা বেদনা তা কাওকে দেখানো যায় না



যা কাওকে বলাও যায় না

আহা! এত কষ্ট যে পরানে আর সহে না।।

তুমি দেখতে এমনি মায়া মন ভুলা

দেখলে মনে হয় হয়ত মন নরম নয়ত মন তুলা ।।



এই দেহের আর অন্তরের কত গুঞ্জনা

সে তো বুঝিয়াও বুঝে না

মরন এসেও মরন হয় না

যে পর হওয়ার সে কখন আপন হয়না।।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: হুম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যে পর হওয়ার সে কখন আপন হয়না।। ++

সহমত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠে এবং মূল্যবান মন্তব্যের জন্য।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

আমি সৈকত বলছি বলেছেন: এই দেহের আর অন্তরের কত গুঞ্জনা
সে তো বুঝিয়াও বুঝে না
মরন এসেও মরন হয় না
যে পর হওয়ার সে কখন আপন হয়না।।

অসাধারন অনুভূতি।

খুব ভালো লাগলো।

আরো লিখা চাই।
ভালো থাকুন নিরন্তর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

বাড্ডা ঢাকা বলেছেন: অসংখ ধন্যবাদ আপনাকে ভাইয়া কবিতা পাঠে এবং মূল্যবান মন্তব্যের জন্য।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

সুপ্ত আহমেদ বলেছেন: :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

বাড্ডা ঢাকা বলেছেন: :) :)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

নিলু বলেছেন: শুনেছি ,কখনো কখনো , আপন পর হয় , আবার পরও আপন হয় , লিখতে থাকুন , ভালই হচ্ছে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠে এবং মূল্যবান মন্তব্যের জন্য।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

তুষার কাব্য বলেছেন: ভালোলাগা কবিতায় ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ কাব্য ভাই ভালো থাকবেন ।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: ভাল লাগল।


এই ছবিটি দিয়ে অামিও একটি গল্প লিখেছিলাম। ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ দাদু আআপনার মুল্যবান মন্তব্যের জন্য ভাল থাকুুন নিরঅন্তর :) B-) ;)

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

সূর্য পলাশ বলেছেন: ভালো লাগলো !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

সুমন কর বলেছেন: তা নাতি, দিনকাল কেমন যাচ্ছে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: এখন একটু ভালই দেখি পরে কি হয় । শের উপরে শোয়া শের ভাল থাকবেন এ পযন্তই আসা করি কিছুটা বুঝতে পারছেন।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.