নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
অনেক মেরেছ তোমরা
আর মার খেতে চাই না আমরা ।
অনেক জ্বালিয়েছ তোমরা
আর জ্বলতে চাই না আমরা ।
পেট্রোল বোমা মেরে পুড়ে মারছো মানুষ
তোমরা তো জীব জানোয়ার জন্তু নও
নও কোন ফানুস
আমাদের মতই মানুষ ।
তোমাদের আছে বাঁচার অধিকার
তবে আমাদের উপরে করে নয় অবিচার ।
এক দল চাইছো ক্ষমতা টিকিয়ে রাখতে
আরেক দল চাইছো ক্ষমতায় যেতে ।
এত কিছু জানি না
এত কিছু বুঝি না
তোমাদের আমরা মানি না
দু দলের এক দলকেও আমরা আর চাই না।
এটা আপনাদের দেশ আমাদের দেশ
তাই চলুন সকল হিংসে বির্দেেস বাধ দিয়ে
গড়ি নতুন এক স্বদেশ
আপনার আমার বাংলাদেশ ।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ প্র্রবাসী ভাই
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০
ভূতের কেচ্ছা বলেছেন: নতুন এক স্বদেশ
আপনার আমার বাংলাদেশ ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই ! ভালো থাকবেন
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ! কবিকে শুভেচ্ছা ভালো থাককবেন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মামুুন ইসলাম ভাই
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১
প্রবাসী পাঠক বলেছেন: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বর্তমানের গতানুগতিক রাজনীতিজীবীদের বয়কট করতে হবে।