নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

রাজিব, সাগর-রুনি ,অভিজিত তোমাদের হত্যার বিচার হবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪

হয়ত তোমার মাথা ব্যাথা আছে কিন্তু আমার নাই ,

মরেছে মরুক আর দুই চারজন মরুক ভাই ,

এদেশে রাজিব মরছে সাগর রুনি হত্যা হয়েছে

তাতে কারো কিছু আছে যায় নায় ।



হয়ত আজ অভিজিত মরেছে

কাল আমি মরবো

তার পরদিন তুমি

এভাবেই হয়ত সকলে লাশ হবো শূণ্য পড়ে থাকবে প্রিয় জম্ম ভূমি ।



এইসব সংবাদ শুনে অনেকে হচ্ছে বাকরুদ্ধ্য

কবে হবে এ দেশটি হত্যাকরি শত্রু মুক্ত ।

তাইতো বসে ভাবি আমরা কোথায় বাস করি

যখন তখন শুধু রাস্তায় পরে মরি ।



আজ হয়ত লেখছি কাল হয়ত পাবো না

আজ কাল সত্য লেখতেও মানা

আসলে ওরা মানুষ না অমানুষ

আমার নাই জানা ।



রাজিব, সাগর-রুনি ,অভিজিত তোমাদের হত্যার বিচার হবে

এই দুনিয়াতে না হইলেও ঐ দুনিয়াতে তবে ।

কে বলেছে তোমরা মরেছো

লক্ষ ব্লগারের মাঝে তোমরা বেচে আছো ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৭

জাফরুল মবীন বলেছেন: বাস্তব ও সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে লেখা কবিতায় কবির মত অনেকেরই মনের একান্ত ভাবনার প্রকাশ ঘটেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যে বুঝলাম আপনার মনেও ক্ষোভ আছে ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯

ভূতের কেচ্ছা বলেছেন: লক্ষ ব্লগারের মাঝে তোমরা বেচে আছো.
সুন্দর ..
নতুন কবিকে ভাষা আর ো জ্বালাময়ী করতে হবে.

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

বাড্ডা ঢাকা বলেছেন: দূর ভাই ভাষায় কি আছে যায় মনের প্রকাশই হলো বড় কথা ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

ফা হিম বলেছেন: কবিতার বিচারে হয়তো খুব একটা ভালো হয়নি। তবে নিজের অন্তরের ক্ষোভটা সহজ ভাষায় উঠিয়ে এনেছেন।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

ঢাকাবাসী বলেছেন: বিচার হবে!!!!

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন শহরবাসী।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

অন্ধ আইন বলেছেন: ভালো লাগা রইল কবিতা । কবির জন্য শুভ কামনা থাকলো ।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবির সাথে একমত।
ভালো লাগল।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ভাই রাজ পুত্ত

৭| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১:৪০

সালমান মাহফুজ বলেছেন: হয়ত আজ অভিজিত মরেছে
কাল আমি মরবো
তার পরদিন তুমি
এভাবেই হয়ত সকলে লাশ হবো শূণ্য পড়ে থাকবে প্রিয় জম্ম ভূমি ।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৮| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজ পুত্ত না রাজপুত্র :(

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: সরি আসলে ভাই আমি মনে করেছিলাম দুটোই এক অর্থ কিনা । যাই হোক মনে কষ্ট নিবেন না

৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্তুর হতে পারে। তবে আমি শিওর না।

০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:২৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । দূর ভাই রাগ করেন কেন আপনেও শিশু না আমিও শিশু না ।আপনেও যুবক আমিও যুবক ।
আসলে আজ মনটা বেশি ভালো না তাই একটু মজা করলাম । যাই হোক ভুল করায় ক্ষমা প্রাথী ।ক্ষমা করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.