নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

অপরাধী মন

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০২



মুগ্ধ এ নয়ন দুটি চাঁদ তোর ছাউনি ছড়া আলো দেখে

বহু অণুতপ্ত এ হাত দুটি তাই তো তোকে নিয়ে সে কবিতা লেখে ।

যদি থাকতো পিঠে পাখনার জোড়া

ছুঁটে যেতাম তোর কাছে হয়ে পাগলা ঘোড়া ।



মনে হয় তোর সাড়া গায়ে আলোর অলঙ্কার

তাইতো এ মনে বাজে অজানা এক ঝংকার

যে লেপেছে কলঙ্ক তোর গায়ে

সে কলঙ্ক তোর না তার ।





জন্ম লগ্ন থেকে দেখছি তোকে

তবু কেন তুই আজ রইলি অচেনা

এত দেখছি তোকে তবুও দেখার তৃপ্তি মিঠছেনা

বাহা! এ কি অতৃপ্ত দেখার তুই চাঁদ জোসনা ।



অপরাধী মন



নিজের কাছে বড় অপরাধী আজ এ মন

কাকে যেন খুজে বেরায় সারাক্ষন

কদিন আগেও আপন ছিলাম যার

আজ বড় পর হয়েছি তার ।



কোন অপরাধে করলে অপরাধী

যেতে তুমি বলে একবার যদি

তোমার দেওয়া ব্যাথা গুলো

সাড়া গায়ে মেখে নিলাম মনে করে পথের ধুলো ।।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অন্য লেখাগুলোর চেয়ে এই লেখাটা ভালো হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন । আপনার কাছে ভালো লেগেছে যেনে আমার কাছেও ভালো লাগছে ।

২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

ভূতের কেচ্ছা বলেছেন: আগের চেয়ে ভাল লাগল....

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: আরে এতো মহা আনন্দের কথা । শুভ দুপুর ।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮

ব্লগার মাসুদ বলেছেন: এইতো সুন্দর হচ্ছে কবির কবিতা । কবির জন্য শুভকামনা থাকলো ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৩

বাড্ডা ঢাকা বলেছেন: শুভেচ্ছা নিবেন ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:০০

জাফরুল মবীন বলেছেন: ভালো লিখেছেন। :)

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২২

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো থাকবেন ডক্তর ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.