নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
ফেরারি আমার এ মন তাহার পনে!
তাইতো মন ছুটে চলে শুধু কাঁশ বনে ।
পাখিরা যখন গায় গান
মনটি আমার ফিরে পায় হারনো সে প্রাণ ।
তাহার মনের ভেতরে আছে যে বাগান
সকল চোখের অগচরে মন ছুয়ে যায় তার ঘ্রান ।
এক পলক দেখলেই ভালো লাগে
ভালো লাগার আরেক নাম শ্রাবণ কষ্ট তা কেন জানি নি আগে ।
মনটি আমার কত আকুতি করে
ওরে মণ ভোলা রাজকুমারি আয় না তুই ফিরে ।
এবার এলে
আমার অন্ত ঘরে রাখবো তোকে বন্দি করে ।
আমার সকল স্বপ্ন আসা
শুধু যে তোকে গীরে ।
দেখেছি ঐ যে আকাশে মেঘের ভেলা
সে বসাইছে আজ কি এক অপরুপ মেলা ।
হায়রে কাটছে আমার দিন রজনী কার্টছে না বেলা
মনে হয় সবায় আমায় করছে অবহেলা ।।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৭
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: কবির জন্য শুভ কামনা ।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৮
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬
ভূতের কেচ্ছা বলেছেন: কবির , নতুন অার একটি সুন্দর কবিতা.........
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। ছন্দ মেলানোর চেষ্টাটা ভালো হয়েছে যদিও আমি ছন্দ তেমন একটা বুঝি না।
+++
কিছু টাইপো আছে আশা করি ঠিক করে নেবেন।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:৫১
ব্লগার মাসুদ বলেছেন: চমৎকার দারুন ছন্দময় লেখা কবির জন্য শুভকামনা
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৭:৩১
জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন কবি।
শুভকামনা জানবেন।