নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ফলে ফলে বলে বলে কবিতা

০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০

প্রথমে কাঠল মিয়ারে দিয়ে শুরু করলাম

এটা জাতীয় ফল তাও বলে দিলাম ।

যত খাবেন এই জাতীয় ফল

তত পাবেন গায়ে বল ।



এটার নাম আম

দেশি ফল তবু বাজারে এর কি দাম ।

এবার যাবো ভাই মামার বাড়ি

দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে

কিযে মজা লাগে

যদি সঙ্গে মামা আর মামী থাকে ।



এটা হলো লিচু

এর ভেতরে আছে রস বলে যদি থাকে কিছু ।

লিচু যে স্থানে বেশি হয় সে ঢাকা থেকে বহু দূর

নামটি হলো ১। রাজশাহী ২। দিনাজ পুর ।



এর নাম ভাই পেয়ারা

একে খাইতে হয় চামড়া সহ ধইরা ।

কেউ কেউ একে বলে গয়া

ভারি শক্তিশালি ফল,দেখুন একবার খাইয়া ।



এটা ভাই আনারস

খেতে ভার ভারী মজা

রসে ভরা টস টস

খাইলে দিল থাকে খোশ



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: এসব বাংলাদেশের ফল
দেখলেই জিভে আসে জল ।

সুন্দর পোষ্ট শুভেচ্ছা ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ বন্ধু :)

২| ০৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৫

জাফরুল মবীন বলেছেন: ফলমূলের এত গুণগান/গেয়ে গেলেন ভাই/অসংখ্য ধন্যবাদ না দিয়ে/কেমন করে যাই? :)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৯

ভূতের কেচ্ছা বলেছেন: অসাধারণ..
শুধু
জাতিয়-------জাতীয়
লেচু -----লিচু
কেও---কেউ

সংশোধন করে নিবেন...

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিয়েছি ভাই বা আপু ভূতের কেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.