নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

তাইতো আমি গতিভেদ করেছি অতিক্রম

০৩ রা মে, ২০১৫ রাত ১২:১৬



তাহার মনই হলো আমার কাছে পৃথিবীর সেরা অলংকার,

সে অলংকারে দাম দেওয়ার সাধ্য আছে কার ।

সে যে অমূল্য এক রত্ন ধন,

তাহার গতিতেই চলে তাহার আপন মন ।

নেই যে কার সাহস তার অন্তপুরে যাওয়ার,

তাইতো এ মণ সাধ জাগে অন্তপুরের মালিকানা হওয়ার ।

তাহার তরে হবে না ক্ষতি,

এ বিশ্বাস করে অন্ধ আমার মন তাহার পতি ।

কখনও পরাজয় বরণ করিনি এ কথা সত্যি,

তাইতো মন সাহস জোগায় তাহার অণুগতি ।

তাইতো আমি গতিভেদ করেছি অতিক্রম,

জানি এখানে দুঃখ নেই কষ্ট নেই আছে ভালবাসা পরম ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:১৮

সাখাওয়াত হোসেন সজিব বলেছেন: ভাল হয়েছে ।

০৩ রা মে, ২০১৫ রাত ১২:২২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকেন ।পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানিবেন ।

২| ০৩ রা মে, ২০১৫ সকাল ৮:১৭

ক্থার্ক্থা বলেছেন: ভালো লাগলো কবিতা ।

০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:১২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.