নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গারাও আপনার আমার মত মানুষ

২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

কিরে ভাই এ কেমন কথা ওরা রোহিঙ্গা বলে কি হয়েছে ওরা কি মানুষ না । আমরা বার বার ভুলে যাচ্ছি যাদেরকে রোহিহাঙ্গা বলে দূরে সরিয়ে দিচ্ছি তারাও দেখতে শুনতে আমাদের মানব জাতি তারা কিন্ত কোন চিড়াখায় বন্দী থাকা জীবজন্তু নয় । যে দূর থেকে দেখলাম আর একটু খাবার ছিড়ে ছুরে দিলাম ।
আসুন না সকলে একটু একটু যারা যার সমর্থ অনুযায়ী আমরা তাদের পাশে দাড়াই একটু সহঅনুভূতির হাত বাড়াই ।
পৃথিবীর অনেক দেশেই অনেক পঙ্গু, কানা ,প্রতিবন্ধী মানুষ বসবাস করছে । একজন প্রতিবন্ধী যদি সাধারন মানুষ হিসেবে আমাদের সমাজে আর সকলের স্থান পায়,একজন হিজড়া যে নাকি হাত পা সব ঠিক থাকা সর্তেও আমাদের সাধারন মানুগুলোর গাড়ের ওপরে বসে জোড় জুলুম করে খেতে পারে,তাহলে যাদের আমরা রোহিঙ্গা বলে দূরে সরিয়ে দিচ্ছি তারা কেন আমাদের সমাজে আর দশজন মানুষের মত বাঁচতে পারবে না বলুন । আমরা কেন ভুলে যাই ঐ রোহিঙ্গা পরিবারে আমাদেরও জন্ম হতে পারতো ।
তাই আমাদের দেশের রাষ্ট্র সরকার সহ পৃথিবীর সকল রাষ্ট্র সরকারের কাছে দাবী থাকল যে ভাবেই হোক সাগরের বুকে ভার্সমান মানুগুলোর পাশে দাড়ানোর জন্য । কেননা তারাও মানুষ,তারাও কারো না কারো সন্তান,পিতা,মাতা,ভাই,বোন । ওরা আপনার আমার মতই সাধারন মানুষ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.