নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আছি মোরা থাকব মোরা আপন, কখন হবো না তোমার পর ।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২৪

তুমি কবির কবিতা,
তুমি গীতিকারের গীতিকাব্য,
তুমি সুরকারের সুরকাব্য,
তুমি কন্ঠকারের কন্ঠআরব্য ।
তুমি গল্পকারের গল্প,
তুমি নাট্যকারের নাট্য,
তুমি শিশু মুখের শিশু ছড়া
তুমি শিশুতোষের আনন্দঝরা ।
তুমি শিল্পীর রঙতুলি
কেমনে তোমায় মাগো আমরা ভুলি ।
তোমার সাথে হয়েছে সন্ধি,
মোরা মাগো তোমার প্রেমে বন্দী,
ওরা পারেনি মাগো ৫২ তে,
পারেনি মোদের ভাষার মায়া ছাড়াতে,
পারেনি ৭১রে মোদের তোমার কাছ থেকে দূরে রাখতে,
পারেনি আর পারবেও না অন্য কোন মায়ার জালে বাঁধতে ।

শত শত দিনমুজুর আছে কত জেলে,
আমরা মাগো তোমার হতভাগা ছেলে ।
আসুক যত ঝড়,
মাগো তোমার নেই কোন ভয়,
আছি মোরা থাকব মোরা আপন,
কখন হবো না তোমার পর ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:৪০

আমি মিন্টু বলেছেন: দেশ নিয়ে চমৎকার কাব্য কবিতা রচনা করেছেন । অনেক দিন পরে আপনার লেখা চোখে পড়লো ।

২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই । হ অনেক দিন পরে লেখলাম ।

২| ২৩ শে মে, ২০১৫ দুপুর ১২:২১

মিনি বেগম বলেছেন: ভাল কবিতা । আমার লেখা প্রথম পাতায় দেখা যায় না কেন ।

২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৮

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ কেমনে কমু ।

৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ৯:১৫

কালের সময় বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পেলাম । ভাললাগল কবিতা ।

২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৪| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী । ভাললাগা কবিতায় প্লাস

২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.