নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

একজন স্বামীকে হত্যায় স্ত্রীর পুরুষ্কার পাওয়ার গল্প

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

রোজ জোড়জবস্তি স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করায় আক্কেল আলী ।
এতে তার স্ত্রী তার উপরে নারাজ । আক্কেল আলীর একটি রিক্সার গ্যারেজের পাশেই ছিল তার চায়ের দোকান । আক্কেলআলী প্রতিদিন সকালে যান দোকানে আছেন সেই রাত পহরে ।আর আসার সময় প্রতিদিনিই তার সঙ্গে করে দুই তিনজন বন্ধু নিয়ে আছেন । আর বাসায় এসে আক্কেলআলী তার স্ত্রীকে তার বন্ধুদের সাথে মেলামেশা করতে প্রস্তাব দেন । কিন্তু স্ত‍্রী নাকচ করে দেন । এতে আক্কেল আলী ও তার বন্ধুরা মিলে একদিন আক্কেলআলীর স্ত্রী কহিনুরকে জোড় করে ধর্ষণ করতে চান । সেখানে আক্কেলআলীরা চার পাঁচজন হওয়াতে স্ত্রী কহিনুরের পরাজয় ঘটে এবং তার নারীসত্বা হারাতে হয় । তার এর প্রতিশোধ হিসেবে একদিন রাতে স্বামী শুয়ে ঘুমিয়ে আছেন আর সে সুযোগে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন । এতে স্বামী যন্ত্রণায় চেকরাতে থাকেন । আশে পাশের লোকজন তার চেচামেচি শুনে যখন ছুঁটে আছেন তখন আক্কেলআলীর অবস্থা মারাক্ত । তারা কজন মিলে আক্কেল আলীকে হাসপাতালে ভর্তি করেন । আর কজন মিলে স্ত্রী কহিনুরকে পুলিশ ডেকে এনে তাদের হাতে তুলে দেন । এতে পুলিশ আক্কেলআলীর স্ত্রী কহিনুরকে ৫৪ ধারায় গ্রেফতার করে নিয়ে যান । পুলিশ কহিনুরের কাছে ঘটনা জানতে চাইলে কহিনুর পুলিশকে বলে হ আমি আমার স্বামীর পুরুষঅঙ্গ কেঁটে ফেলেছি । আর তার কারন হল আমি রাজি না থাকা সর্ত্বেও আমার স্বামী আমায় দিয়ে জবরদস্তি দেহব্যবসা করিয়েছেন । তাই আমি এ কাজ করেছি । আক্কেলআলী মারা যান স্ত্রী স্বামী হত্যার দায়ে জেল হওয়ার পরিবর্তে একলক্ষ টাকা পুরুষ্কার পান ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা কি সত্য ঘটনা ?????

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

বাড্ডা ঢাকা বলেছেন: হতেও পারে কারো সাথে মিলে যেতে পারে তবে আমি কাল্পনিক ভাবে লেখেছি । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) :D :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

বাড্ডা ঢাকা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.