![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সর্বশেষ নিকের কমেন্ট ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে; সামুটিম সামুকে সঠিকভাবে চালায়নি বলে এই ব্লগটি ভালোভাবে চলেনি। এডমিনের সর্বশেষ পোষ্টটি উনি নিজে সরায়ে নিয়েছিলেন! কারণ, উহা গার্বেজ ছিলো; প্রকাশের পর কয়েকজনের মন্তব্যের পর উনি টের পেয়েছিলেন যে, উহা আসলে গার্বেজ।
উনার বেশীরভাগ পোষ্টই সব সময় গার্বেজ ছিলো; কিন্তু সবাই হ্যাঁ হ্যাঁ মন্তব্য করতেন। আমাকে শতবার সাময়িক ব্যান, হাজারবার কেমন্টব্যান ও বেশ কয়েকবার ব্যান করার পর, উনি লোকজনের চোখে পড়েব, উনি নিজের গুরুত্ব হারান। এখন আগের মত গার্বেজ ছেড়ে হ্যাঁ হ্যাঁ মন্তব্য পাচ্ছেন না।
আমার ধারণা, আমার সাথে খারাপ ব্যবহার করার ফলে, উনার প্রফেশানেল জীবনে বড় ধরণের প্রভাব পড়েছে। টিমের আরো কয়েকজন হতাশ হয়ে নিজেদের গার্বজ নিজের থেকেই প্রকাশ বন্ধ রেখেছেন। আমি আছি আমি থাকবো।
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৯
ইপিআর সৈনিক বলেছেন:
আপনি সফল কোন সোস্যাল মিডিয়ার এডমিন বা টিমের লেখা পড়েছেন?
উনার লেখা গার্বেজ হওয়ার কারণেই উনি সেটা সরায়েছেন; আপনি হচ্ছেন লেখক, উনি হচ্ছেন সোস্যাল মিডিয়ার এডমিনিষ্ট্রেটর।
২| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার ভবিষ্যদ্বাণী ফলতে শুরু করেছে। ভারত থেকে আমাদের কর হার কম হতে পারে। আমেরিকা এখন ভারতকে চাপের মুখে ফেলেছে। ব্রাজিলের পরিস্থিতি আরও শোচনীয় সেখানে করের হার ৫০ শতাংশ পর্যন্ত উঠে গেছে ।
৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
ইপিআর সৈনিক বলেছেন:
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা নিজ দেশে অনেক জনপ্রিয়; আমেরিকান গাড়ী ব্যবসা থেমে গেছে পুরো দ: আমেেরিকায়; ব্রাজিল কোন ধরণের অস্ত্র কিনতে নারাজ।
আমাদের ত্যানা ব্যবসা নিয়ে ট্রাম্প চিন্তিত নয়, ট্রাম্প টার্গেট করেছে যারা আমেরিকায় বেশী এক্সপোর্ট করে।
৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
ইপিআর সৈনিক বলেছেন:
দুতাবাস জানে যে, ইউনুস ভয়ে ট্রাম্পের সামনে মুখ খুলবে না, দুতাবাস ডামীর হয়ে ট্যারিফ কমায়ে আনবে।
৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
ইপিআর সৈনিক বলেছেন:
আমেরিকান বড় বড় কর্পোরেশনের চাপে ট্রাম্প মোদীকে হোয়াইট হাইজে আসতে দিয়েছিলো; সে মোদী, ইউনুস, এসব পঁচাকে সহ্য করার মতো লোক নয়।
৩| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: আওয়ামী ও বাকশালী ক্রিমিনাল দের ব্যক্তি ও বাকস্বাধীনতার হস্তক্ষেপ না করলে-
এরা সমাজে নাশকতা অস্থিরতা বাড়ায়; আপনি তার জ্বলজেন্ত প্রমাণ।
ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ সেটা বুঝার জন্যে।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:০০
ইপিআর সৈনিক বলেছেন:
ব্লগের লোকজন থাই, মিয়ানমারের বস্তীর ভালোবাসা ক্রেতাদের ভ্রমণ কাহিনী পছন্দ করেন।
৪| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৬
কামাল১৮ বলেছেন: আপনি আপনার মতো ব্লগিং করে যান।প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন, এটা মানবধিকার।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:০২
ইপিআর সৈনিক বলেছেন:
মডারেটর ব্লগে ঘোষণা দিয়েছিলেন যে, আমাকে "সুলেমানী ব্যান" করা হয়েছে; আমার ধারণা, উনি উহার ফলাফল কিছুটা পেয়েছেন; উনি ব্লগে থাকার সম্ভাবনা কম, আমি আছি।
৫| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:২৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: দেরি হলে ও সামু টিম বুঝতে পেড়েছে; আপনারা ক্রিমিনাল টাইপ লোকজন।
বিদেশে বসে ধর্মকে নিয়ে কটুক্তি করে কিছু মুক্তমনা ব্লগাদের পথভ্রষ্ট করেছেন।
আপনি, অমির মত ক্রিমিনালের উস্কানিতে তারা প্রান হারায়েছে।
ব্লগের সুনাম আপনারা নষ্ট করে অজনপ্রিয় করেছেন।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪৮
ইপিআর সৈনিক বলেছেন:
সামু অনেক আগেই আমাকে বুঝেছে, কিছু করতে পারেনি। আপনার মতো ব্লগারেরা আসে যায়, কেহ জানতেও পারে না।
আমার লেখা কয়েক হাজার ব্লগার পড়েছেন; চাঁদগাজীকে অনেক মনে রেখেছেন; আগামী ৩ মাসের ভেতর আপনার টিকিও থাকবে না ব্লগে।
ব্লগে থাই ইকোনোমির পাথক নেই, আছে আমেরিকার কথা শোনার লোকজন।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫২
ইপিআর সৈনিক বলেছেন:
আপনার লেখা যদি সামনের পাতায় না যায়, কোন গর্দভও আপনার লেখা খুঁজে বেড়াবে না। ২/৩ দিন লেখা পেছনের পাতায় রেখে টেষ্ট করে দেখেন নিজকে।
৬| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: এরশাদ শিকদার, বাংলা ভাই, পিচ্চি হান্নান কে মানুষজন মনে রেখেছে;
তাঁদের কথা কয়েক হাজার মানুষ শুনেছে।
আপনি তাদের টাইপ লোকজন।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:১২
ইপিআর সৈনিক বলেছেন:
ওরা ব্লগিং করতো না, আপনার মাথায় গার্বেজ ছাড়া অন্য কিছু নেই।
৭| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার লেখা যদি সামনের পাতায় না যায়, কোন গর্দভও আপনার লেখা খুঁজে বেড়াবে না। ২/৩ দিন লেখা পেছনের পাতায় রেখে টেষ্ট করে দেখেন নিজকে।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষন বেশি। আপনার লেখা রসময় বাবুর চটির মত, ব্লগাররা লুকিয়ে ইহা পড়তে আসে।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৬
ইপিআর সৈনিক বলেছেন:
আমার লেখায় থাই মেয়েদের ভালোবাসা বিক্রির কাহিনী নেই, বিয়ার খাওয়ার কাহিনী নেই।
আমি থাই বস্তীতে যাইনি কখনো; ইন্দোনেশিয়া বা ফিলিপাইনীদের কাহিনী আমার কাছে নেই। হাজার হাজার পাথক আমার লেখা পড়েন, ভয়ে কমেত করতেন না।
৮| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযুদ্ধের মুল ভিত্তির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ছিল তো? তাহলে ভাসানি একজন লাল হয়ে এটাকে কিভাবে সাপোর্ট করেছিলেন? আর বাম রাজনীতি করলে জাতীয়তাবাদ ধারণ করা যাবে না এমন বাধা এই কারণে যে সেটা শ্রেণীসংগ্রামের বিরুদ্ধে যায়?
চীনা কমিউনিস্ট পার্টি কি জাতীয়তাবাদী পলিটিক্স করছে না এখন?
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৪
ইপিআর সৈনিক বলেছেন:
চীনারা এখন কঠিন জাতীয়তাবাদী অস্বাস্হ্যকর ক্যালিটেলিজমে বিশ্বাসী।
যেকোন ইকোনমিক সিষ্টেমে "জাতীয়তাবাদ" থাকতে পারে; যদিও সোস্যালিজম বিশ্ব-মানবতায় বিশ্বাস করতো, সোভিয়েত, জার্মান ও চীনা সোস্যালিজমের মাঝে জাতীয়তাবাদ ছিলো।
বাংগালী জাতীয়তাবাদের জন্ন হয় ১৯৪৮ সালে, ১৯৫২ সালে উহা কঠিন রূপ ধারণ করে। মওলানা বাংগালী জাতীয়তাবাদের মানুষ ছিলেন।
৯| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: যারা চাকমা মারমা এরা তো বাঙালি না । তারা যদি বলে আমরা বাঙালি জাতিয়তাবাদ কেন ফলো করবো ? এতে আমাদের যে রাইটস নাগরিক হিসাবে সেটা পুরোপুরি না পাওয়ার ঝুকি আছে। আবার বাঙালি জাতিয়তাবাদ বললে তো ভারতের ওপার বাঙলা সেটার মাঝে পড়ে যায় কিনা ?
জিয়াউর রহমান নাকি সে কারণে বাংলাদেশি জাতিয়তাবাদ চালু করেছিলেন ? যাতে ওপার বাংলা বা চাকমা দের ঝামেলায় পরতে না হয় ? বিএনপির এক পাতি নেতা টকশো তে বলেছিলেন ।
এইটা নিয়ে ৭১ সালের পর কোনো গোলোযোগ হয়েছিলো বা সেটা সমাধান কিভাবে হয়েছিলো ?
০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:৩৭
ইপিআর সৈনিক বলেছেন:
জিয়াকে যখন ডিজিএফআই বলেছে, ১৯ দফা দেন, তিনি দিয়েছেন; যখন ওরা বলেছে, বাংলাদেশী জাতীয়তাবাদ দেন, তিনি তা দিয়েছে; যখন ওরা বলেছে, গণতন্ত্র দেন, উনি দিয়েছেন।
কিন্তু উনি কি সমস্যায় ছিলো, ওরা বুঝতো না; সেটা উনি একা জানতেন: বাংলাদেশ মিলিটারীর অফিসারেরা উনাকে হত্যা করবে; উনি ব্যস্ত ছিলেন সেটা ঠেকাতে।
১০| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ২:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: কারও সাথে বিবাদে না জড়িয়ে সহজভাবে ব্লগিং করুন। হুদাই ঝামেলা করার কী দরকার?
০১ লা আগস্ট, ২০২৫ সকাল ৮:৪০
ইপিআর সৈনিক বলেছেন:
আমি এই সহজ ভাবনাটুকু নিজে ভেবেছি অনেকবার; তবে, ইহা দরকারী কিছু না।
১১| ০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৮
ক্লোন রাফা বলেছেন: আপনার ব্লগ আপনি লিখবেন /
অন্যের ক্ষতির কারন না হোলেই হলো ।
বাকিটা আপনের স্বাধীনতা ।
আমিতো লেখার জন্য সময়ই পাইনা । অথচ কত কিছুই লেখার বিষয় এখন চারিদিকে।
০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫২
ইপিআর সৈনিক বলেছেন:
জানার অসুস্হাতার সুযোগ নিয়েছে উনার কর্মচারীরা।
১২| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সামু আপনার সাথে গত কয়েক বছর ধরেই অন্যায় করে যাচ্ছে।
০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫১
ইপিআর সৈনিক বলেছেন:
সামুকে লিলিপুটিয়ানরা দখল করেছে।
১৩| ০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৭
Akasher tara বলেছেন: কেন?
০১ লা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
ইপিআর সৈনিক বলেছেন:
আমার প্রায় ১১টি নিক ব্যান করেছে সামুর হবুরা।
১৪| ০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৭
নতুন নকিব বলেছেন:
আমাকে অনেক অনেক নিক খুলতে হবে সামুতে।
-আপনাকে ধন্যবাদ। কারণ, শিরোনামে আপনি একটি বাস্তবতাই তুলে ধরেছেন। সামুতে ব্লগিং করতে হলে অবশ্যই আপনাকে নামে বেনামে অনেক নিক খুলতে হবে। চুরি চামারি করেই ব্লগিং করতে হবে।
আসলে সামুতে আপনি যা করেন, সেটাকে কোনোভাবেই সুস্থ ব্লগিং বলা যায় না। কারণ, ইসলাম ধর্মের বিরুদ্ধে ব্লগে ধারাবাহিক মিথ্যাচার, লাগামহীন বিদ্বেষ আর প্রমানহীন অত্যন্ত নিচু মানের প্রপাগান্ডা আপনার অন্যতম কুকর্ম। এ ছাড়া, ব্লগারদের ব্যক্তি আক্রমন করা আপনার বহু পুরনো নেশা ও পেশা। সহব্লগারদের সম্মান আপনার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না- এটা বুঝার মত নিতান্ত সাধারণ বিবেকবোধও আপনার নেই।
সামু এডমিন টিম আপনার সংশোধনের উদ্দেশ্যে আপনাকে যতটা সুযোগ/ ছাড় বিগত বহু বছর যাবত দিয়ে এসেছেন, আমার জানামতে, ব্লগের জন্ম লগ্ন হতে অদ্যাবদি অন্য কাউকে তা দেওয়া হয়নি। এইক্ষেত্রে সামুর এডমিন টিম সঠিক কাজই করে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
ইপিআর সৈনিক বলেছেন:
আপনার মাঝে আমি মোল্লা শফিকে জীবিত দেখতে পাই।
মোল্লা শফি ৫৫ হাজার রাজকারের মাঝে একাই ৭/৮ হাজার রাজাকার দিয়েছিলো।
১৫| ০১ লা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
ইপিআর সৈনিক বলেছেন:
সামুটিমে সত ও জ্ঞানী লোকজন ছিলো না।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০২
সৈয়দ কুতুব বলেছেন: এডমিনের সব শেষ লেখা মোটেও গারবেজ ছিলো না। সমসাময়িক বিষয় নিয়ে লেখা হয়েছিলো।