![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটটি স্কিমের নাম পিরামিড আর এই পিরামিডের আসায় কত বেটার পকেটের টাকা কত ইদুরের পেটে গেল । প্রথমে একজনকে দিয়ে শুরু করি ।তবে আমি এখানে যেসব ইদুরের কথা বলবো তারা সকলে কিন্তু দুই পাও আলা ইদুর
। তেমনি এক ইদুর চার্লাস পনজে তিনি ১৯২০ সালে প্র্রথমে শুুরু করেন সাধারন ছোট ছোট ক্ষুুদ্র্র বিনিয়োগ কারিদদেের সাথে বিনিয়োগ করা ।।
তিনি নতুন বিনিয়োগ কারিদের কাছ থেকে টাকা নিয়ে দিতেন পুরোন বিনিয়োগ কারিকে।আর এটে তিনি অনেক বিশ্বাস অর্জন করেন । আর তার এই বিশ্বাসি কার্যলাপ দেখে তার এই বুদ্ধির ফাদে হাসতে হাসতে পা বাড়িয়ে দেন সেখানকার বড় বড় ব্যাংক গুলো ।
আর এই সুযোগের কারনে চার্লস পনজে তার স্কিম আরো সম্প্রসারণ করতে সক্ষম হলেন।।
আর বিনিয়োগকারিরা বুঝতে পারে নায় তার মিষ্টি কথার যাদুতে তারা ঘায়েল হচ্ছেন ।
এই ইদুরটি ১৯২০ সালে ৫ টি ব্যাংক থেকে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার চেটে ফুটে খাইছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: পোস্টটা আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই । আসলে অলসে কারনে বড় করি নাই যাই হোক পরে থেকে পোষ্ট বড় করে দিব।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
কালের সময় বলেছেন: এদের মতো মানুষ জন্য্ পৃৃৃথিবীর আজ এ অবস্থা । ধন্যবাদ ভালো শেয়ার।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ কালের সময় ভালো থাকবেন ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
সব দেশে এটা বিভিন্নভাবে চলছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ গাজী ভাই ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
প্রোফাইল পিকচার কিভাবে যোগ করেছেন; পিকচারটার file name extension কি হতে হবে?
আমি কি পিকচারের PATH যোগ করবো, নাকি পিকচারটাকে কপি করবো?
পিকচার কি আমার কম্প্যুটারে থাকবে, নাকি ওয়েভে থাকলে চলবে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১
আমি বন্দি বলেছেন: কি জানি ভাই কেমনে জানি করেছি হুম মনে নাইকা মনে পড়লে পরে কমুনি । ভাল থাকবেন। :>
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
মাঘের নীল আকাশ বলেছেন: এত ক্ষুদ্র লেখায় চলছে না দাদা...!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাইয়া পরের পর্ব বড় করে দেওয়ার চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার তথ্য