নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

বাটপার পর্ব ৩

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩



২০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির করে এই তিন নম্বর বাটপারটা বিশ্ব দড়বারে আলোচনার উঠে আছেন ।এর নাম জর্ডান বেলফোর্ট । তিনি পাম্প অ্যান্ড ডাম্প ফার্ম নামের একটি সুপরিচিত স্ট্রাটান নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যবে নব্বইয়ের দশকে তার নাম উঠে আছে ।



ব্রোকারদের আগ্রহ ছাড়িয়ে যায় এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন বেড়ে যায় । আর সেই সুযোগটি জর্ডান বেলফোর্ট কাজে লাগিয়ে দেন ।



বেশি বেশি লোভ করে খুব দ্রুত যেসব ব্রোকার উপরে ওঠার চিন্তা করেছে তিনি তাদের একটি দল তৈরি করেন । এই ব্যবসায় সংযুক্ত হওয়া ব্রোকারের দলেরা কম দামী পন্য বিক্রি করার জন্য অভাবনীয় ও উচ্চমূল্যের শেয়ার বিক্রি করার ফাঁদে ফেলে বিনিয়োগকারীদের বোকা বানাতে সক্ষম হন ।



এই জর্ডান বেলফোর্টের আরেকটি অন্যতমগুন ছিল তিনি মিষ্টি মিষ্টি কথা বলে খুব সুন্দর করে বিনয়োগকারীদের মন জয় করতেন এবং তাদের বিনিয়োগের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে তুলতেন ।



অখ্যাত এবং অবৈধ কোম্পানির ও উুচ্চমূল্যের শেয়ার কিনে পস্তাতে থাকে বিনিয়োগকারীরা ।আর সে সুযোগে সে হাতিয়ে নেয় বেশ কিছু অর্থ । তাকে অবশ্য প্রায় দুইবছরের কারাদন্ড দেওয়া হয়েছিল । আর তা করেছিলেন বিনিয়োগ কারীরা ১০০ মার্কিন ডলারের ফেরত চেয়ে অভিযোগ করে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

দিশেহারা আমি বলেছেন: এরা তো চুনোপুঁটি।

বিশ্ব বাটপার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

আমি বন্দি বলেছেন: দারুন বলেছেন কিন্তু ভাই এভাবে অনেক তথ্য বেরিয়ে আছলে আমরা অনেকে না জানা তর্থ্য গুলো জানতে পারতাম ।ধন্যবাদ আপনাকে ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

মিন্টু হ্যকার আবার ব্যান কুরলে খুবর আছে মডু ভিতুরা বলেছেন: পরের পর্ব কোখাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

আমি বন্দি বলেছেন: আপনাকে ধন্যবাদ । তবে কোথাও আপনার ব্লগটি খুজে পেলাম না ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.