![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ত্রাস সন্ত্রাস চারদিকে শুধু সন্ত্রাস । আর লোকের মনে সন্ত্রাস মানে একটি আতঙ্কবাজ । আমি একজন বড় কিলার তাই আমাকে দেখে সামনা সামনি সবায় ভয় পায়,যখন ওদের আড়ালে যাই তখন সবায় ঘৃণায় মুখ ফিড়িয়ে নেয় । আর মনে মনে আমার জম্মদাতা বাবা এবং যে মা আমাকে পেটে নিয়েছে তাকে ধরে অনেক আজেবাঁজে কথা গালমন্দ করে । আবার কেও কেও ভাবে হয়ত আমার কোন জম্ম পরিচয় নেই আমি জারজ সন্তান ।
ওরা যত যাই বলুক আমাকে নিয়ে আমি মনে করি ওদের চিন্তা ধারা সকল ভাবনা ভুল আমি ঠিক আছি । আমার আর কিছু না থাকলেও ছোট একটা পরিচয় আছে আর তা হলো আমি একজন ভাড়াটে কিলার বা ভাড়াটে খুনী ।
আমার সোণার বাঙলা আমি তোমায় ভালোবাসি
হুম একজন কিলার তার ফোনের রিংটনে আবার দেশের গান । কালুর যত উল্টা পাল্টা কাজ । কালকে কাল্লু ফোনটি চেয়ে নিছিল কেন জানি আর তখন ও এ কাজ করেছে । যাই হোক এটি পড়ে চেঞ্জ করলেও চলবে আগে ফোন রিসিভ করে দেখি এ অসময় কার মরণ ঘন্টা বাজানোর জন্য আবার ফোন এল । হ্যালো কে হ্যালো কে হ্যালো................ একি ফোন করে কথা বলছে না বিষয়টি কি ? একি ফোনতো বন্ধ হয়ে গেছে । বুঝেছি কাল্লু কাল সারারাত গেমস খেলছে ফোন চার্জ দেয় নায় ।
কাল্লু ছেলেটা অনেক ভালো যদিও এ লাইনে আছে তবুও ওর মনটা ভালো এইতো কালকে একটি অপারেশনে পাঠাইতে চাইলাম ও গেলনা, কয় ওর নাকি এসব খুন খারপী ভালো লাগে না,
আরে বেকুব ভালো লাগে না কইলে কি আর চলবো, একবার যখন সন্ত্রসীগো খাতায় নাম লেখছর আর পুলিশের খাতায় লাল কালির দাগ লাগাইছর ।
কাল্লুরে আমিও প্রেথম প্রেথম এমন ভাবতাম আর সে জন্য বসে একবার রাগ কইরা আমারে ছাইড়া দিল আর কইল যা তোকে মুক্ত কইরা দিলাম তুই এখন মুক্ত । যখনই আমি এসব খারাপ কাজ ত্যাগ করে ভালো হতে চাইলাম পুলিশ আমার পিছনে তারা করলো বেশ কয়েক দিন লুকাইয়া থাকার পর শেষমেষ পুলিশ আমায় দেখা মাত্র গুলির নির্দেশ পাইলো ।
পরে একবার পুলিশ পেছন থেইকা গুলি কইরা আমারে ধরলো । এখন একজন পুলিশ কয় ওরে বাঁচাইয়া রাখোন যাইবো না ওরে বাঁচাইয়া রাখলে আমাগো বিপদ কারন ও এখন খারাপ কাজ করে না আর ওরে বাঁচাইয়া রাখলে এমপি মন্ত্রী মিনিস্টার এবং আমরা যারা খারাপ কাজ করি তারা সবাই ফাইছা যামু ।
অনেক কষ্টে ঐ পুলিশ গুলোর হাতে পায়ে ধইরা কইলাম ভাই আপনেরা কি আমারে মাইরা ফালাইবেন ?
হেরা কইল হরে তোরে মাইরা ফালামু । আমি কইলাম ঠিক আছে আমি মইরা যাওয়ার আগে আমার শেষ একটি ইচ্ছা আছে । হেরা কইল কি ইচ্ছা ?
আমি কইলাম একটি ফোন দিমু হেরা কইল ঠিক আছে দে । পরে আমি ফোন দিলে বসে আমার ফোন পাইয়া কয় কিরে তুই তোরতো আরো কয়েক দিন আগে মইরা যাওয়ার কথা তুই এহনো বাইচ্চা রইছর কেমনে ?
আমি আর কিছু কইলাম না । শুধু ঐ পুলিশ গুলারে টাকা দিয়া কিনলাম আর এমপি মন্ত্রীগো সঙ্গে দেহা করলাম পরে আমার বসরে পৃথিবী থেইক্কা সরাইয়া দিলাম আর তার জায়গায় আমি বসলাম । এখন আমি পৃথিবীর হগল দেশের ছোট বড় সকল কিলারের সঙ্গে ওঠা বসা করি । তাই আমি সবাই আমারে ভাড়টে খুনী কয় কেও আমারে রংবাজ রাজা বলে ডাকে । কেও বা রাজা কিলার বলে ডাকে ।
১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৫
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে এই কাঁচা হাতের লেখকের লেখা পড়ার জন্য । কৃতজ্ঞতা জানবেন ।
২| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: আরো বাড়াতে পারলে ভালো হতো। তাড়াহুড়ো করে লেখা মনে হলো।
১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৮
আমি বন্দি বলেছেন: হ একটু ব্যস্ত থাকায় ব্লগে সময় কম দেওয়ার জন্য এই অবস্থা যাকে বলে সময় চুরি আর তা সারাও কাঁচা হাতের লেখা ভাই একটু মানাইয়া নিয়েন ।ধন্যবাদ ভাই কষ্ট করে এই কাঁচা হাতের লেখকের লেখা পড়ার জন্য । কৃতজ্ঞতা জানবেন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ রাত ২:০৭
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগলো পড়ে ।