![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কোথাও দেখাতে পারবেন লেখা আছে যে লেখার জন্য ভাষা যুদ্ধহয়েছিল । এরকম কোন দলিল বা খেতাব আছে আপনাদের কাছে ? জানি পারবেন না কারন ওরকম কোন প্রমান বা দলিল আপনাদের কাছে নেই । তাছাড়াও ভাষা যুদ্ধ হয়েছিল কথা বলা অথবা পড়ার জন্য । ভাষা যুদ্ধ লেখার জন্য হয় নাই । বলতেই ভাগিনা তৌফিকের মুখে হাত দিয়ে চাপ দিলেন মামা শরিফ ।
আর ভাগিনাকে বললেন এসব আবুল তাবুল কি কছ ভাগিনা । কেন
মামা তুমি শুন নাই আরেকবার শুন তাইলে! এ বলে ভাগিনা যখন কথা বলতে চাইল তখন মামায় আবার ভাগিনার মুখে হাত দিয়ে চেপে ধরলেন আর বললেন ঠিক আছে আমি বুঝতে পারছি তুই এবার একটু থাম ।কেন থামতে বলছ মামা কেন বলছি বুঝছ না । না মামা বুঝি না । আচ্ছা বাবা না বুঝলে নাই পরে তোকে বুঝাবো এখন আগে বল তুই হঠাৎ করে ভাষার ওপর এত চটে গেলি ক্যান ? আর কইও না মামা গেছিলাম একজায়গায় একটা ইন্টারভিউ দিতে সেখানে গিয়ে দেখি ছুড়ি ছুড়া মিল্লা ইয়া বিশাল লম্বা এক সিড়িয়াল,একজনে আমায় আগেই কইছিল ভাই যে পথে আইছেন হেই পথে যান তো আমিতো কেমন নাছর বান্দা তুমি জানই ।
পরে লোকটারে আমি জিজ্ঞাসা করলাম ক্যান এই কথা কইলেন ? পরে আমারে লোকটা কয় ভাই স্যারেরা আগেই লোক সিলেকসন করে রাখছেন ।
এখন এইযে আপনাগো যে কয়জনের ইন্টারভিউ নিব এইটা হইল জাস্ট অফিস ফরমেলিটি ।
এখন আপনাগো সময় নষ্ট আর আজাইরা হয়রানি । ঠিক আছে দেখি ভাই আজ ভাগ্যে কি আছে ।
পরে দেখি একজন করে যায় আর মিনিট তিনেক পরে নায়ক সাকিব খান আর রিয়াজের মত সুন্দর মুখটাকে কালো কাকের মত করে চলে আছে । কেন ভাই মুখটা কালো কেন ? কয় যান গেলেই বুঝবেন ।
বেশ কিছুক্ষন পরে আমার ডাক এলো গেলাম ভিতরে । স্যার আস্তে পারি ? হ্যা আসুন আসুন । আপনার জন্যই আমরা অপেক্ষায় আছি । আমিত মামু মনে মনে নেঁচে উঠলাম আর ভাবলাম আমাকে মনে হয় আগে থেকেই তারা সিলেকসন করে রেখেছেন ।পরে আরকি ইন্টারভিউ দেওয়া শুরু সব প্রশ্নের উত্তর ভালোভাবেই দিলাম । আর একটা পর্ব বাকি এটাই শেষ পর্ব । তারা আমায় প্রশ্ন করলো আচ্ছা জুবায়ের সাহেব বলুনতো বাংলা ভাষার জন্য মানে বাংলায় কথা বলার নাকি বাংলা লেখার জন্য বাংলাদেশে ভাষা লড়াই হয়েছিল ?আমি বললাম কেন স্যার আমাগো বাংলাদেশে এ দুটই নিয়ে বীর ভাষা সৈনিকেরা লড়াই করেছেন । না এভাবে না আপনাকে যে কোন একটি উত্তর বেছে নিতে হবে । কোনটা নিবেন ? আমি বললাম স্যার এটা মায়ের মুখে বলি মানে । মনে হলো স্যার বাংলায় কথা বলার জন্যই তারা লড়াই করেছেন । না না জুবায়ের সাহেব হলো না হলো না আপনা উত্তর তারা বাংলা লেখার জন্য লড়াই করেছিল ।
এই বলে তারা আমাকে বললো আপনার চাকুরিটা হচ্ছে না । আপনি ইতিহাসে কাচা । দেশের ইতাহাস সম্পর্কে আগে জানুন তার পর চাকুরির জন্য যোগাযোগ করবেন ।
২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫২
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ।
২| ১৮ ই মে, ২০১৫ ভোর ৪:৪৪
মামুন ইসলাম বলেছেন: সহজ সরল ভাষায় লেখা খুব উপভোগ করে পড়লাম ।
২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৩
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই পোস্ট পড়ার জন্য ।
৩| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:১৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ওরা ওরকমি আগে থেকে ওদের লোক সিলেকসন করা থাকে । আর কিছু নিরহ
লোকদের অযথা হয়রানি ভাল লেখছেন ।
২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৪
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাই পোস্ট পড়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ রাত ৩:৩৯
আমি মিন্টু বলেছেন: ভালো কইছেন ।