![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেক জায়ান্ট সনির পরবর্তী জেনারেশন প্রোসেলফি স্মার্টফোন এক্সপেরিয়া সি৪ বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠান।
এর সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এবং এই ফোনটির পর্দা পুরোপুরি এইচপি।
পারফরমেন্স দারুণ বলে মত দিয়েছেন মোবাইল ফোন বিশেষজ্ঞরা।
এর বিশেষ বৈশিষ্ট্য হলো সামনের ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল যা খুব সুন্দর এবং নিখুত ভাবে সেলফির জন্যে প্রস্তুত বা তৈরি করা হয়েছে। এ এর ক্যামেরার লেন্স ২৫ মিলিমিটার বিস্তৃত অ্যাঙ্গেল।
এ ছাড়া রয়েছে এক্সমোর আরটিএম মোবাইল সেন্সর ও সফট লেড ফ্ল্যাশ এবং এইচডিআর ফিচার।
কম আলোতেও ভালো ছবি তুলতে ভালো সায়ায্য করে ।
এক্সপেরিয়া সি৪ এর ৫.৫ ইঞ্চি ফুল এইচডি পর্দায় ছবি দেখাবে সনির ব্রাভিয়া ইঞ্জিন
২। সুপার ভিভিড মোড ঝকঝকে এবং উজ্জ্বল ছবি তুলতে কার্যকর।সি৪ এর ডিজাইনটিও দারুণ এবং এর দেহ স্ক্র্যাচ ফ্রি।
সাদা বা কালো এবং ভাইব্রেন্ট মিন্ট রংয়ে আসছে বাজারে। ব্যাটারি স্ট্যামিনা মোড ৫.০ রয়েছে এতে।
জুনের ১২ তারিখ থেকে ২৯ হাজার ৪৯০ রুপি দামে ছাড়া হবে মোবাইলটি। এই বলে সূত্রটি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া ।
১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:০২
আমি বন্দি বলেছেন: শুনেছি আপনার বাল নাকি বড় বড় হইছে আপনার বাল ফালাইয়া দিতে আইছি ।
মিয়া একজন সিনিয়র ব্লগার হয়ে এরকম চারালের মত ব্যবহার কেন ?
একে বারে ব্যবহার শিখাইয়া দিমু
২| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:১১
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার ভাষা যদি অশোভন হয়ে থাকে, তো সেজন্যে ক্ষমা চাইছি - কিন্তু আপনার ব্যবহারও কর্কশ। কেবল তাই নয়, আপনি হুমকি দিতেও পারদর্শী। কেন জানিনা আপনার পোস্টের শেষ লাইন দেখে মাথা গরম হয়ে গেল। তাই এইরকম মন্তব্য। আর আমি অত সিনিয়র না। বয়েস মাত্র দেড় বছর
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:৩০
নীল আকাশ ২০১৪ বলেছেন: ইন্ডিয়ান বাল এই দেশে ফেলাইতে কেন আসছেন? মডুরা কি ঘুমায়?