নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতুর নাম করে সাধারণ জনগণের পকেট কাঁটা হচ্ছে

২৭ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৭

আর কত ভন্ডামী করবে ওরা একমাত্র আল্লাহু মাবুদ জানেন ।
এইতো সেদিনি গ্রামীনের ৪০৩ টাকা দিয়ে দুই জিপির প্যাকেজটি অ্যাকটিব করলাম ।
মনে হয় দিন নয় বা দশেক হবে । আজই দেখি এর ইন্টারনেট লিমিট শেষ । শুধু ব্লগে কয়েকটি পোস্ট পড়ে ও ব্রাউজিংয়ে যদি একমাসের প্যাকেজ করা দুই জিপি নেট শেষ হয়ে যায় তাহলে এখনো জিমেল কত কি বাকি আছে ওগুলো চালালেতো মাসে আমাকে ১০০ জিপির প্যাকেজ অ্যাকটিব করতে হবে ।
আসলে মূল কথা হলো আমাদের সকলের স্বপ্নের পদ্মা সেতু
আর মোবাইল কম্পানিগুলো পকেট মারা ভালোই চলছে ।
সরকার ভ্যাট বারিয়েছে এক আনা আর তারা কামিয়ে নিচ্ছে ষোল আনা । এক আনার সাথে পোনের আনা ফ্রী ।
আরে সাধারণ পকেট মার পকেট মারে লুকিয়ে আর এরা পকেট মারে দেখিয়ে । একজন সাধারণ পকেট মার ধরা খাইলে যে গণ ধোলাই দেওয়া হয় বা আমরা ধোলাই দিয়ে তার পকেট মারার সাজা দেই । কিন্তু এসব মোবাইল কম্পানীগুলো স্বপ্নের পদ্মা সেতুর দোহাই দিয়ে যে সাধারণ অসহায় লোকগুলো পকেট কাটছে এর সাজা দিবে কে ?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:১২

মামুন ইসলাম বলেছেন: হুম খারাপ লাগলো আপনার মতো আমারো হয়েছিলো ।

২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:০৩

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

২| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:২০

মো কবির বলেছেন: এই দেশে আমরা অত্যাচারিত।

২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:০৪

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ মো কবির ভাই

৩| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪

আমি মিন্টু বলেছেন: @ মো কবির ভাই কইছে এই দেশে আমরা অত্যাচারিত। সহমত
কিছু করার নাই ।

২৯ শে জুন, ২০১৫ সকাল ১১:০৪

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.