নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

সম্রাট সোলায়মান যেএকটানা ৪০ বছর পুরো পৃথিবীর শাসন করেছিলেন ।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫


হজরত সোলায়মান আঃ ছিলেন আল্লাহর রাসূল হজরত দাউদ আঃ এর পুত্র ।
সোলায়মান এর ওপর জাবুর কিতাব নাজিল হয়েছিল । হিব্রু বাইবেল মতে তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজ়া হজরত ঈসা (আ.) এর জন্মের প্রায় হাজার বছর আগে পিতা-পুত্র নবুয়ত লাভ করেছিলেন। কথিত আছে তিনিই জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন । ধর্মীয় বিশ্বাসমতে সোলায়মান ছিলেন একাই সারা বিশ্বের সম্রাট । তিনি এক টানা ৪০ বছর পুরো পৃথিবী শাসন করেন । তিনি শুধু মানুষের সম্রাটই ছিলেন না তিনি ছিলেন উদ্ভিদ এবং প্রাণীকূলেরও সম্রাট । সোলায়মান জীব জগতের সকলের ভাষা হৃদয়ঙ্গম করতে পারতেন ।

সলোমন জেরুজালেম নগরীতে জন্মগ্রহন করেন । তিনি ডেভিড ও বাথসেবার সন্তান । বাথসেবা ছিলেন ইউরিয়াহ দ্যা হিটটিট এর বিধবা । সলোমনের জন্মের পূর্বে বাথসেবার একবার অবৈধ উপায়ে গর্ভসঞ্চার হয়ে জন্ম নেয়া একটি পুত্রসন্তান সলোমনের জন্মের আগেই মারা যায় । একই মাতার গর্ভে সলোমনের তিনজন ভাই ছিলেন । তারা হলেনঃ
১।নাথান
২।সাম্মুয়া
৩।সোবাব
এছাড়াও তার আরো ছয়জন সৎ ভাই ছিল বলে জানা যায় ।


আল্লাহ পাক তার নাম পবিত্র কোরআনের সাতটি সূরায় ১৭ বার উল্লেখ করেছেন । সূরা আম্বিয়া, নামল, সোয়াদ ও সাবায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে । যে চার ব্যক্তিকে বিশ্বশাসক বলা হয় তিনি তাদের শ্রেষ্ঠতম । হজরত মুজাহিদ (রহ.) বলেন, চারজন ছাড়া কেউ পুরো পৃথিবী শাসন করেনি, দুজন মুসলমান_ হজরত সোলায়মান বিন দাউদ (আ.) ও বাদশা জুলকারনাইন । বাকি দুজন কাফের_ নমরুদ ও বখতে নাসর । (আলবিদায়া ওয়ান নিহায়া : ২/২২৬, মুছান্নাফে ইবনে আবি শাইবা : ৩২৫৭৯) ।

ছবি তথ্য ও কৃতজ্ঞতাঃ ওইকি পিডিয় ।
এবং আরো বিস্তারিত তথ্যঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

আমি বন্দি বলেছেন: আসলে আপনাদের কি বলবো সে ভাষাই খুজে পাচ্ছি না ।

২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

আমি মিন্টু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.