![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বহু দিন পড়ে কাঙ্গালিনী সুফিয়ার কন্ঠে গাওয়া সেই গানটি ''পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে''
শুনলাম শুনে কেন যেন মনে হল বুকের দড়জায় কে যেন এসে উকি দিয়ে বার ফিরে যাচ্ছে এইত বুঝি যাওয়ার সময় হল ।
আসলে মানুষের বয়স হলে কত কিছুই না মনের ভেতরে চাপে ।
তবে চলে যাওয়ার ভাবনাই বেশি চাপে ।
কেন এমন হয় আমাদের জীবনে কেন আসা কেনই বা চলে যাওয়া এ সংসার থেকে ।
পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
মাথার ঘাম পায়ে ফেলি
তবু দুঃখ গেলো না রে
বুড়ি হইলাম তোর কারণে।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য ।
২| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগার পোষ্ট।
আরো তথ্য সংগ্রহ করে পোষ্ট করলে আরো অনেক ভালো লাগতো।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
আমি বন্দি বলেছেন: আসলে নুর ইসলাম রফিক ভাই আমি মেইনলি গানের সৃতিটি মনে পড়ায় শেয়ার করলাম ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
৩| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার সৃত্বিচারণ
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৮
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বুড়ি হইলাম তোর কারনে... এইলাইনটাই অনেক কিছু বলে আবার অনেক কথা লুকানো আছে এরই মধ্য।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৪
আমি বন্দি বলেছেন: ঠিক বলেছেন ভাই । চমৎকার ভাবনার কথা বলেছেন । আমার কাছেও এই লাইনটিকে কেন জানি একটু পেচগি মনে হচ্ছে ।
যত ঘির্টু এই লাইনটির ভিতরেই । ধন্যবাদ শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিষ্ট্রি!
এ বিগ মিষ্ট্রি আনসলভড!!!!
এই মহা শূন্য অনুভবই কত শত ঘটনা প্রক্রিয়া, আচারের জন্ম দিয়েছে! মমি করণ থেকে আগুনে পোড়া, শূন্যে ঝুলীযে রাখা, পাখি দিয়ে খাইয়ে দেয়া!! অমরত্বের পথে হাজারো পথ পদ্ধতি আর প্রক্রিয়া!!!
তবু এই শূণ্যতা মিটাবার নয়!!! নিত্য চলমানতায় বিরাজে কাল থেকে কালন্তরে...............