![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদিকে আসুন দেখি আজ কত গুলো লাইক আপনার ব্লগে পড়লো এবং কে কে আপনাকে লাভ করে লাইক মারলো তাদের নামগুলো একটু জেনে নেই । আচ্ছা তা জানার আগে শিরোনামের ওপর কিছু পলিসি করেনি।শুনেন এই ব্লগে আপনার পোস্টে কে কে লাইক
দিল তা দেখতে হলে আপনার পোস্টের লাইক সংখার ওপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন ব্যাস পেয়ে যাবেন তাদের নাম ।
যে কাজগুলো করলে আপনি একজন ভালো ব্লগার বা একজন সেরা ব্লগার হতে পারেন ।
আগেই একটি কথা বলে নেই লাইক কিন্তু আপনি এমনে এমনে পাবেন না । লাইক পেতে হলে আপনাকে আগে ভালো পোস্ট তৈরি করতে হবে । আর তা হতে হবে মার্জিত বাংলা ভাষায় মাঝে মধ্যে কিন্চিত মাত্রা ইংরেজী বা ইংলিশ সাথে আরবী ও উর্দু যোগ করতে পারেন । তবে যাই যোগ করুন না কেন আপনাকে খেয়াল রাখতে হবে লেখায় বানানের দিকে যতটা ভুল কম করতে পারেন । আমার মত লেখায় বানান ভুল হলে আপনার লেখা কোন মূল্য থাকবে না ।
এবার আসুন জেনেনিই আপনি কি ভাবে পাঠক জমাবেন । হ্যা পাঠক জমানোতা আপনার লেখার ওপরে ডিমেন্ট করবে । আপনি যেমন লেখবেন আপনার পাঠক তেমন পাবেন । তবে বেশি পাঠকের আশায় আবার আপনি উল্টা পাল্টা কিছু লেখে ঝামেলায়
জরিয়ে যেয়েন না । আপনি আগে বুঝেনিন আপনার পাঠক আপনার কাছে কি ধরনের লেখা চায় । তারা কি ধরনের লেখা চয়েজ করেন । তার ওপরেই লেখেন তাতে ভালো পাঠক পাবেন ।
এবার আসুন জেনে নেই আপনি কোন ব্লগে লেখবেন । হ্যা চায়লে আপুনি সামুতেও লেখতে পারেন আবার চায়লে আপনি নিজেও ব্যক্তিগত ব্লগ প্লাটফরম খুলে নিতে পারেন ।
এখানে কথা হল সামুতে আপনি অ্যাকাউন্ট খুললে আপনার লেখাগুলো ভালো না হলে প্রথম প্রথম আপনাকে অনেক কষ্ট পেতে হবে । তাই আগে আপনি একটি ব্যক্তিগত ব্লগ খুলে সেখানে বছর খানিক ব্লগের ওপর বিসিএস নিয়ে নিন ।
এবার আসুন জেনে নিই আপনার ব্লগের খরচ । না আপনি চাইলে একটাকাও খরচ হবে না । আপনি চাইলে ব্যক্তিগত একটি ব্লগ এমনেই একদম ফ্রিতে করেনিতে পারেন । কি ভাবছেন কোথাই থেকে ফ্রি ব্লগ অ্যাকাউন্ট খুলবেন । বলেদিচ্ছি আপনি সব থেকে জন প্রিয় গুগলের ব্লগ ডট কম বা ব্লগগার ডট কম থেকে ফ্রি ব্লগ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন । এছাড়াও জন প্রিয় ওয়ার্ডপ্রেস থেকেও একদম ফ্রিতে বানিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের ব্লগ প্লাটফরম । নিচে সাইট গুলোর ঠিকানা দিয়ে দিলাম ।
১। http://www.blog.com
২।http://www.blogger.com
৩।http://wordpress.com
যাই হোক হাগলে পোস্টে ব্লগের ওপরে আরো কিছু টিপস আপনাদের কাছে পৌছে দিবোনি ওকে সে পযন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা ।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৭
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা রইল ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর লেগছেন ।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৫০
আমি বন্দি বলেছেন: ধন্যবাদ আপু শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: হাহাহাহাা..........ভালো বলেছেন।
আজকাল মানুষ লাইক না দিয়ে +++++++++++++++দেয় 
দিলাম আপনার পোস্টে একটা লাইক।