![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় দেখে বড় হিংসে হয়
তুমি কোন মানব নও
তাবুও কর মহা কর্ম
কিবা তোমার জাত কি বা তোমার ধর্ম ।
তোমায় দেখে মনে হলেও দানব
তুমিযে আসলে নও দানব
তুমি অতি শীতল পরায়ন
তুমি যে বড় বৃক্ষমানব ।
তোমারো আছে বহু মায়া
শীতল পরায়ণ সিগ্ধ করে তোমার ছায়া ।
ওগো বাহুর জোড়ে আজ করে যারা গোলমাল
থাকেনা তাদের বয়ও শক্তি চিরকাল
তারা এ কথা গুলো আজ না
বুঝলেও বুঝবে ঠিকি কাল ।
পাবে সময় তখন তারা থাকবে শুধু পাপের ভার
তার জন্য মন পাপ করো না আর
কোন শক্তি পাবে না ফিরে
যে পাপ রেখেছে তোমায় গীরে
পাপ কমাও সৃষ্টি কর্তার কাছে ক্ষমা চাও
হয়ত পাবে ক্ষমা ধীরে ধীরে ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভাল লাগা কবিতা । তবে বানানে মিশিং আছে দুই একটি