নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

বেশি বয়স্ক পুরুষদের বিবাহ করা ঠিক নয়

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪১


সে এক টকশোতে না যানি কোন অনুষ্ঠানে সঠিক মনে করতে পারছি না যাই হোক শুনেছিলাম বিশ্বের ভিতরে বেশি বয়স্ক পুরুষ ও মেয়েদের বিবাহ তালিকায় আমাদের বাংলাদেশ এক নাম্বার স্থান পেয়েছে । বাংলাদেশের পুরুষেরাই নাকি এ বিষয়ে খুব ভাগ্যবান ।
দেখা গেছে ৬৫ বা ৭০ বছর বয়সের বিদ্ধ পুরুষের সাথে ১৬ থেকে কুড়ি বছরের মেয়েদে বিবাহই বেশি হচ্ছে । এইতো সেদিন পত্রিকায় দেখলাম ১৭ বছরের মেয়ে আর স্বামী ৬৫ বছরের ।
আবার তার পর আরেক দিন দেখলাম পাবনার সুজানগরের একটি বিবাহের ঘটনা সেখানে স্বামী 85 বছরের বৃদ্ধ খালেক বিয়ে করছেন ষোলো বছরের একজন সুন্দরী মেয়েকে । এরকম অহর অহর ঘটনা ঘটে চলছে আজ আমাদের সমাজে । তাই এই পোস্ট সে সব ঘটনার উপরে লেখলাম ।

আমাদের সমাজে অনেক পুরুষের বিয়ে হয় তার বয়সের থেকে অনেক ছোট পাত্রীর সাথে ফলে অনেক সময় তারা নিজেদের মধ্যে মিল তাল করতে পারে না । তখন সৃষ্টি হয় নানান ঝগড়া বিবাদের এবং সংসারে দেখা দেয় অশান্তি এরপর অনেক ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভবনাও থাকে ।

এইযে যেমন রুনা ও তার স্বামী জহরুল হক কাজল । এখানে বিয়ের সময় রুনায় বয়স ছিল মাত্র ১৩ আর তার স্বামীর বয়স দ্বিগুনেরও বেশি হবে । এই দম্পটি দেখে কি আপনাদে কাছে কি মনে হচ্ছে জানি না তবে আমার মনে হচ্ছে এরা খুব একটা সুখে সংসার বাঁধতে পারে না বা তাদের সুখের ঘর বাঁধা হয় না । তাই আমার বিবেচনায় বেশি বয়স্ক পুরুষদের বিবাহ করা ঠিক নয় । এতে সমাজে নানা ধরণের সমস্যার সৃষ্টি করে ।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৭

আউটকাস্ট বলেছেন: আপনি বেশি ব্য়স্ক পুরুষকে বিয়ে করবেন না.. যারা করছে, তারা নিজেরাই নিজেদের বিয়ের ব্যপারে সিদ্বান্ত নিতে পারে, তাদের লাইফ!

অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে করাটাই আইন বিরুধ্ব!

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

আমি বন্দি বলেছেন: তাহলে আপনি ৮০ বৎসর বয়স হলে বিয়ে কইরেন সেটাই ভালো হবে ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১২

পপি সরকার বলেছেন: #আউট্কস্ট# আমার যখন বিয়ে হয় ২০০৭ আমার বয়স ১৬ আমার স্বামীর বয়স ৩২
কিন্তু প্রথম কাবিন নামায় উঠান হয়।আমর বয়্স ১৮ স্বামীর বয়্স ২৪
পরবর্তী সময়ে কাবিন নামা চেঞ্জ কোরে দেখান হয় ২০০৯ এ আমাদের বিয়ে হোয়েছে।
আমার বয়্স ১৮ স্বামীর বয়স ৩৩।
এখন বলেন আইন কি করবে।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

আমি বন্দি বলেছেন: এখানে আইনের কিছু করনীয় নাই যেমন সত্য তেমন আমাদের সতর্কা বা সচেতনাটা বড় কাম্য ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০০

নাবিক সিনবাদ বলেছেন: বঙ্গদেশের পুরুষরা শারীরিক ভাবে বুড়া হয়া গেলেও তাদের মন বুড়া হয়না ;)

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১

আমি বন্দি বলেছেন: এটা একখান কথা বলছেন ভাই সেইরম । আমাদের মনের সাহস বড় সাহস আর তাই অবশেষে আমাদের জিনি অন্যে ভোগ সামগ্রী হয়ে যায় । :P

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

ফান তুফান বলেছেন: ইন্টারনাল পাওয়ার থাকলে ক্ষতিকি! তাছাড়া ডিসএবিলিটিস কেউতো এটা করতে সাহস করবেনা, সো সি অর হি হ্যস রাইট টু এপ্লাই ওউন এবিলিটি

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

আমি বন্দি বলেছেন: আর এই ইন্টানাল পাওয়ারের জন্যই অনেকে বাবা বা মা ডাক থেকে বঞ্চিত হন । আর যারাও বাবা হন তারাও সঠিক জানেন না ওই সন্তানের বাবা আসলে উনি না অন্য কেউ । :P

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: একদম ১০০% ঠিক কথা বলেছেন। ধন্যবাদ এরকম বিয়ে প্রতিহত করা দরকার।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভেচ্ছা থাকলো ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

মানবী বলেছেন: ১৩-১৭ বছরের কিশোরীদের বিবাহ আইনত দন্ডনীয় হবার কথা। পাত্রের বয়সের চেয়েও এই বিষয়টি বেশি জরুরী।
এধরনের বিবাহের সংবাদ পেলে পাত্রের বয়স নিয়ে বিচলিত না হয়ে এদের আইনের হাতে সোপর্দ করা উচিৎ বাচ্চআ মেয়েদের জীবন নষ্ট করার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

আমি বন্দি বলেছেন: ঠিক বলেছেন আপু ।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

আরণ্যক রাখাল বলেছেন: বুড়োরাই যদি বিয়ে করে তবে আমাদের মত ছেলেদের কি হবে

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

আমি বন্দি বলেছেন: ছেলেরা সেই বুড়োদের গাড়ের ওপর বর দিয়ে চলবে । B-)

৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

বিপরীত বাক বলেছেন: বাংলাদেশের মেয়েরা যেভাবে বয়স চুরি করে তাতে বাল্যবিবাহ একটি উপকারী ও কার্যকর প্রথা।
কেননা যে মেয়ের বয়স দেখাচ্ছে ১৫, মেডিকেল টেস্ট করলে দেখা যাবে ওইটার বয়স ২৩/২৪।

মানবী র মত মানুষদের কথায় চললে,, অাজকে নিজ পিতামাতা হত্যাকারী সেই ঐশী মেয়েটাকে এখন জেল থেকে ছাড়িয়ে এনে ফিডার খাওয়ানো দরকার।

বাপ মা কে খুন করার পরও ঐশী মেয়ে টাও নিজেকে বালিকা দাবী করে সংশোধনাগারে যেতে চেয়েছিল। যেহেতু পুলিশের অফিসার খুন হয়েছে পুলিশ সহজে ছাড়বে কেন? মা্ইয়া তো ছিল ক্লাস টেনের ছাত্রী।

পুলিশ তো হতবাক। এ শিশু ইয়াবা খেয়ে বাপ মা কে খুন করেছে। তার জিনিস এত বড় বড় কেন।

পুলিশ ।এক্কেরে ঘেটি ধরে মেডিকেলে নিয়া টেস্ট করে দেখে ঐশী র বয়স ২০ রও উপরে। সোজা জেল।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

আমি বন্দি বলেছেন: ভালো বলেছেন ধন্যবাদ ।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

রক্তিম দিগন্ত বলেছেন: নাবিক সিনবাদ বলেছেন: বঙ্গদেশের পুরুষরা শারীরিক ভাবে বুড়া হয়া গেলেও তাদের মন বুড়া হয়না

হেহেহে!! এইটাই কারণ। =p~ =p~

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

আমি বন্দি বলেছেন: এটা একখান কথার মত কথাছে নাবিকভাই । আর পরে আমাদের মনের সাহস বড় সাহসের জন্য অবশেষে আমাদের জিনিস অন্যে ভোগ সামগ্রী হয়ে যায় । :P

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো একটি সময় উপযোগী পোস্ট

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: বেশি বয়স্ক স্বামী কম বয়সের বিবি

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

আমি বন্দি বলেছেন: এক্কেবারে ঠিক ধরেছেন ।

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩

সাদী ফেরদৌস বলেছেন: আপনার কথা মতো নবিজি ও তার সাহাবিরা এই অপরাধে অপরাধি । এখন বুঝে দেখুন

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

আমি বন্দি বলেছেন: এই হলো আমাদের আরেক সমস্যা সব জায়গায় ভাত বিরানী এক করে ফেলি । ;)

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

ডার্ক ম্যান বলেছেন: বর্তমানে এটা কমে গেছে। তবে আমাদের মানসিকতার পরিবর্তন হয় নি। বেশির ভাগ পুরুষ তার চেয়ে অনেক কম বয়সী নারীকে বিয়ে করতে চাই। সদ্য ইন্টার পাশ মেয়েদের চাহিদা বেশি।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

আমি বন্দি বলেছেন: এগুলো আমাদের দেশেই সম্ভব ভাই ।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

কালের সময় বলেছেন: আমার বয়স ৩২ আমি একটা বিয়ে করমু টা কত বছরের মেয়ে হলে ভালো হয় । =p~

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

আমি বন্দি বলেছেন: আপনার লেইগা মনে হয় ৭০ বছরের একজন লাগবো ।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

কানিজ রিনা বলেছেন: বুড়োভাম গুলর মস্তিস্ক বিকৃত, তানা
হলে একটা কন্যার বয়সী মেয়ে নিকাহ্
করতে পিতৃত্ব জাগেনা।
বুড়ারা অর্থের প্রলোভন দেখিয়ে নেহায়েত
গরীব ঘরের গরীব পিতার মেয়ে খাওয়া
পড়া পাবার আসায় বুড়ার সাথে বিয়ে
করে। বুইড়া ভামগুল ভাবেনা তার মৃত্যুর
পরে পুর্ন বয়সী মেয়েটার কিভাবে দিন যাবে
পিতৃত্ব বোধদয় তো নেইই ভবিষ্যতের চিন্তাও
মাথায় রাখেনা শুধু মাত্র ক্ষনিকের আনন্দ।
তাইতো এদের মস্তিস্ক বিকৃত বললেও কম
বলা হবে। এরা স্বার্থান্বেসী গিরগিটি রক্তচোসা।
মানব বেশী বানরেরও অধম সমাজে এদের
কিছু বলার মানুষ নেই। কারন পুরুষ শাসীত
সমাজে পুরুষের পক্ষে কথা বলার অনেক
মানুষ পাওয়া যায়। একটা পুরুষ যখন স্ত্রী
পুত্র পুত্রী রেখে কাজের মেয়ে বা গরীবের
ঘরের মেয়েকে প্রলভন দেখিয়ে কার্জ স্বিদ্ধী
করে তার বিকৃত মস্তিস্ক বলে কেউ ভাবেইনা।
ইনিয়ে বিনিয়ে মেয়েটার কাঁধেই দোষ চাপাতে
সবাই পারদর্শী। ইচ্ছা করলে গরীব ঘরের
মেয়েটির সুপাত্র দেখে সমাজের বিবেকবান
মানুষ বিয়ে দিতে পারে সেবেলায় কেউ
আগায় না।
কেউ কেউ আবার বলেও বসে পুরুষরাতো
কুকুরের মত, মেয়েটা কেন আগালো এই
বলে দোষ ঢেকে তামাসা দেখে।
আমাদের এলাকার একলোক ৬৫ বছর বয়সে
২০ বছরের এক গরীব ঘরের মেয়ে বিয়ে
করে মেয়েটি শুধু মাত্র খাওয়া পড়ার আশায়।
১০ বছর সংশারে তিনটি সন্তান হওয়ার পর
লোকটা মারা যায়। এখন ময়েটি লোকের দ্বারে দ্বারে
হাত পাতে। এই হোল বিকৃত মস্তিস্কের লোক
সমাজ কুলশিত করে বিপদের মুখে একটি
মেয়েকে ঠেলে দিয়ে যায়।
আশেপাশে এরকম হাজার সমাজে ঘটছে।
কখনও কখনও মেয়েটি যদি দ্বীতিয় বিয়ের
প্রস্তুতি নেয় তখন এর থেকে খারাপ আর
কিছুই হয়না সমাজ এভাবেই চলে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.