![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরু মাঝে মাঝে এমন কিছু সময়ের মুখোমুখী দাঁড়ায় । যা মোটেও তরু আশা করে না । তরু সে সময়টাকে মূল্যহীন মনে করে,যে সময়টুককে তরু সব সময় তার জীবনের অমঙ্গলের কাঁটা তারের বেড়াজাল মনে করে এসেছে । ঠিক সেই রকম একটি সময় গত কালকেও এসেছিল তরুর সামনে । একে মনটা বেশি ভালো ছিল না । তার ওপরে শরীরটাও বেশ ক্লান্ত ছিল । যেন শরীর আর মন এক সাথে কন্ট্রাক করে কোমরে শিকল বেঁধে তরুর পেছনে লেগেছিল । সাথে কিছুটা সময় যোগ হয়েছিল জ্বর ।
সিগারেট সাথে আছে মদ এ যেন তরুর বেঁচে থাকার একমাত্র খাদ্য চাহিদা । মানুষের বেঁচে থাকতে যার যার দেশ উপযোগী হিসেবে খাদ্য । যেমন বিদেশীদের প্রধান খাদ্য ফল, বিয়ার, মদ । তাই বাঙালি হিসেবে তরুরও মাছ ভাত প্রধান খাদ্য হওয়া কথা থাকলেও তরুর প্রধান খাদ্য সকালের নাস্টার টেবিলে বিয়ার মদদিয়ে শুরু হয় । আর রাতে ডিনারও ওই সব ছাইপাস দিয়েই শেষ হয় । সিগারেট মদ বেশি পাণ করায় ইদানিং তরুর কাশির মাত্রাটাও দিনকে দিন বেড়ে চলছে । রাতে ডিনার শেষে নিজের রুমে গ্লাসের সামনে নিজেকে দেখে তরু নিজেইযেন তাকে চিন্তে পারছে না । কি হাল হয়েছে গত 'ক'দিনে । নানান চিন্তা ভাবনায় তরুর খুব বিষন্নটা লাগছে । পেশারটাও যেন বেড়ে যাচ্ছে, দুটি বড়ি একসাথে মেরে দিয়ে হাতে করে একটি গল্পের বই নিয়ে খাটের একটি পাশে দেলান দিয়ে বসলেন । কেবল দুটি লাইন পড়ে তৃত্বিয় লাইনে পড়বে এমন সময় মোবাইল ফোনে রিং বাজতে শুরু করল ।
হ্যালো জি বস ! আহা! তরু অনেক রাত দিস্টাব করার জন্য দুংখীত । না না বস ঠিক আসে,তা ছাড়া আমি এখনো ঘুমোতে যাইনি । কি করছো তরু ? জি বস তেমন কিছু না চোখে ঘুম আসছিল না তাই গল্প পড়তেছিলাম । হ্যা শোন তরু যে কাজে তোমায় এত রাতে ফোন দেওয়া, হাতে নতুন একটি কাজ চেপেছে
কাল সময় করে একবার দেখা করো আমি চাই কাজটি তুমি নিজ হাতে বুঝে নিয়ে নিজেই হ্যান্ডোবার করবে । ওকে বলে তরু মোবাইল রেখে শুয়ে পড়লো ।
হঠাৎ ঘড়ির এলাম বাজতে শুরু করলো । তরু চোখ কচলাতে কচলাতে ঘড়ি দিকে তাকিয়ে সময় দেখে সকাল আটতা বাজে ।
তরু তরিগরি করে নাস্টা শেষ করে চলে যায় শহরের সেই বিখ্যাত পাঁচ তারার হোটেল ড্রিমগাল এতে ৩০৫ নম্বর রুমে ।
রুমে প্রবেশ করেই শুভ সকাল বস । হ্যা শুভ সকাল তরু । এসো বসো । কি খবর তরু শরীরের কি অবস্থা এখন ? তরু নিজের সকল কষ্টকে মনের ভেতরে চাপা রেখে বেশ বড় গলায় বসকে বললো জি বস এইতো আর কি মানুষ হিসেবে যা হয়ে থাকে এই সামান্য কাশি জ্বর ঠান্ডা আর মাঝে মাঝে গায়ে গায়ে জ্বর আবার মাঝে মাঝে কিছু ব্যথা ।
ও তেমন কিছুনা এই দুই চারটি প্যারাসিটিমল নয়তো নাপা এক সাথে গিলে নিই ব্যাস সব ঠিক হয়ে যায় । আমি একেবারেই ঠিক আছি বস ।
বস খুব রাগহয়ে তরুকে বললেন না তরু এটা তোমার ভুল ধারনা । তোমার মিথ্যে কথাগুলো হয়ত তোমার রোগকে পুশে বড় করতে
সাহায্য করবে, কিন্তু ছাড়াতে পারবে না । রোগকে এ ভাবে এড়িয়ে যাওয়ার ফলে কিন্তু মারাক্ত রোগের ঝুঁকিই বাড়ে । কোন সুফল বয়ে আনে না ।
বস তরুর কাধে একটি হাত রেখে কথা বলতে বলতে অফিস রুমের বারিন্দায় যেয়ে দুটি চেয়ার টেনে নিয়ে দুজনে বসলেন । হ্যা তরু তার পর বলো কি খাবে,ঠান্ডা না গরম ?
বুয়াকে দু'কাপ কফি দিতে বলেন । বুয়া কপি দিয়ে চলে গেল ।
কফিতে একটি চুমুক দিয়ে বস তরুকে বলেন তরু তোমাকে আমি যে বিশেষ কাজটির জন্য আসতে বলে ছিলাম টা আমি কিছুদিনের জন্য অফ রাখলাম । আর হ্যা তরু তুমি আজকের রাতেই পর্বত রাঙামাটি চলে যাবে ওখানে তোমাকে আমাদের দলের নতুন সদস্য যার কথা এর আগে একবার তোমাকে বোধ হয় বলেছিলাম
সে মিস সূচনা । সূচনাকে আমি বলে দিচ্ছি তুমি গাড়ি থেকে নামার পরে তোমাকে সে রিসিভ করবে । ওখানে থেকে কিছু দিন বেড়িয়ে পাহার পর্বত ও খোলামেলা বাতাস গায়ে লাগিয়ে ছেড়ে ওঠো তার পর না হয় আবার কাজে ব্যস্ত হয়ে যেয় । ওখানে তোমার থাকার কোন সমস্যা হবে না । সূচনাই তোমার থাকা থেকে শুরু করে চিকিৎসা সকল কিছুর ব্যবস্থা করে দিবে । মেয়েটাও ভারী মিষ্টি তাই আশা করি সব মিলিয়ে ওখানের পরিবেশ তোমার ভালই লাগবে । তরু বসের কথা শুনে বসকে বললো বস না গেলেই কি হয় না । তরুর বস তরুকে বললো তরু তুমি যদি আমার দলে থাকতে চাও তাহলে তোমাকে ওখানে যেতে হবে । কেননা আমি চাইনা কোন অসুস্থ রোগী আমার দলে থেকে আমার আমার দলটিকে অসুস্থ করে তুলুক । ওকে তরু তুমি এখন আসতে পারো । বলে বস তরুকে বিদায় দিলেন । তরু বস তাহলে পর্বত রাঙামাটি বলে বিদায় নিয়ে চলে আসলেন ।
হালকা মাঝারি টাইপের বৃষ্টি পড়ছে । এর ভেতরেই তরুকে গাড়ি থেকে নামতে হবে । কেননা এটাই রাঙামাটি শহরের বাস স্টান্ড ।
তরু গাড়ি থেকে নামলো নামার সাথে সাথে তরুর মোবাইলে একটি ম্যাসেজ যাতে লেখাছিল তরু তুমি চেয়ে দেখ গাড়ি থেকে যেখানে তোমাকে নামিয়ে দিছে তার বাম পাশে বেশি হলে ত্রিশ গজ দূরে নীল জামা লাল জিন্জ পরা চোখে কালো চশমা লাগানো হাতে এক গুচ্ছ রজনী গন্ধা, মাথায় ছাতি দিয়ে একটি সাদা প্রাইভেট কার নিয়ে দাঁড়ানো একটি মেয়ে আছে । মেয়েটির বয়স খুব বেশি হলে ২৩ থেকে ২৪ হবে । উনিই মিস সূচনা । উনার কাছে তুমি যাও উনি তোমার জন্যই অপেক্ষা করতেছেন ।
তরু হাটতে হাটতে গাড়ির সামনে এসে হাজির । তরু সূচনাকে দেখে জিজ্ঞেস করলেন আপনি মিস সূচনা । সূচনা বললো হ্যা । কিন্তু আপনি ? আমি তরু ! এবার একটি মায়াবী হাসি দিয়ে সূচনা তার হাতের ফুলগুলো দিয়ে তরুকে স্বাগতম জানালেন । সূচনা তরুকে নিয়ে বাঙলয় ফিরলেন । তুরুর রুম দেখিয়ে সূচনা চলে গেলেন তাদের সকালের নাস্টার আয়োজন করতে ।
তরু ফ্রেস হয়ে নাস্টার টেবিলে বসলেন । নাস্টা শেষে তরুকে এক ঝলক মিষ্টি হাসি দিয়ে সূচনা বললেন, আপনি অনেক ক্লান্ত এখন একটু রেষ্ট নিয়ে নিন বিকেল বের হবো আমরা । আজ আমরা প্রথমে ডাক্তার দীপঙ্কর বড়ুয়ার সাথে দেখা করবো । এটা আমার জন্য বসের প্রথম নিদেশ । একথা বলে সূচনা চলে গেল দুপুরের খাবারের আয়োজন করতে । আর তরু তার রুমে যেয়ে খাটে ওপরে শুয়ে বিছানার ওপরে নানান ভাবনা গড়াগড়ির মাঝে ঘুমিয়ে পড়লেন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
ওকে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে রাতে দৃত্বিয় কিস্তি দিমুনি পইড়েন শরীর ও মন ভালো থাকবে ।
আপনা মডুগিরি ঠিক আছে ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
অতি মানব বলেছেন: অসাধারন আপনার লেখা,ভালো লাগলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
জুন বলেছেন: পরের পর্বের অপেক্ষায় আমি মিন্টু । বেশ রহস্যময় মনে হচ্ছে গল্পটি ।
+
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু পরের পর্ব দিয়েছি ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
রাসেলহাসান বলেছেন: ভালো লিখেছেন। বানানে একটু যত্নবান হন।