নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

লিপস্টিকLipstick এর ইতিহাস

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০


আপনি কি আপনার ঠোঁটের লিপস্টিক এর ইতিহাস জানেন না জানলে এখনয়ই এই পোস্টটি একবার হলেও পাঠ করে নিন । আসুন আজ আমরা আপুদের গোলাপী ঠোঁটের লাল টুকটুকে লিপস্টিক এর ইতিহাস
জেনে নিই ।লিপস্টিক যাকে ইংরেজিতে বলা হয় সাধারনত Lipstick এটা হচ্ছে এক প্রকার প্রসাধনী দ্রব্য যা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তেল, মোম এবং ত্বক কোমলকারী পদার্থের সন্নিবেশে তৈরি করা হয় । মুখের সৌন্দর্য বৃদ্ধিতে সেটা ঠোঁটে মাখানো হয়। লিপস্টিক বিভিন্ন প্রকারের হতে পারে তা আমরা সকলেই জানি। লিপস্টিক সাধারণত নারীদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপসজ্জার কার্য ব্যতীত কিন্তু তাই বলে এটি আবার ছেলেরা এটি ব্যবহার করেন না। নারীদের ক্ষেত্রেও বয়সন্ধিকালে রয়েছেন এমন মেয়ে বা তরুণীরা সচারচর লিপস্টিক ব্যবহার করেন না কারণ সেসময় ঠোঁটের প্রাকৃতিক রং ও ভাঁজ সর্বোপরি সৌন্দর্য অটুট থাকে।
প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক আগাছা থেকে আরোহিত পার্পললাল রং এর এক প্রকার পদার্থের সাথে ০.০১% আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন যা লিপস্টিক হিসেবে প্রয়োগ করা হতো। রানী ক্লিওপেট্রা তার ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে তার ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠতো তাছাড়াও বেজ দেয়ার জন্য ব্যবহৃত হতো পিপড়া।
ছবি তথ্যসূত্রঃ অনলাইন ডেস্ক রিপোট থেকে সংগ্রহ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: একটু আধটু জানা ছিল। ++

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । :)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মেজদা বলেছেন: ইতিহাসটা জানলাম। মেয়েদের অতি প্রিয় বস্তু।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.