নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে লেখার সময় সকল লেখকদের যেসকল বিষয়গুলো লক্ষ রাখা উচিত সে বিষয় সংক্ষিপ্ত কিছু বর্ণনা করা হয়েছে এই পোস্টে। ব্লগে বিভিন্ন দেশ এবং সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন ধরনের মানুষ বা লোক অথবা লেখক থাকতে পারে এটাই স্বাভাবিক। তাদের ভিন্ন ভিন্ন মতামত দৃষ্টিভঙ্গি আছে। সকলের মতামতকে সম্মান করে পরস্পরকে সহযোগীতা করাই একজন ব্লগারের দায়ত্ব ।
একজন লেখকের প্রতি আস্থা রাখুন । যেহেতু যে কেউ সামুতে সম্পাদনা করতে পারেন । তাই প্রথমেই আপনাকে ধরে নিতে হবে যে এখানে সেও আপনার মত একজন লেখক এবং সেও চেষ্টা করছেন এখানে একটি ভালো কবিতা গল্প বা উপন্যাস ও ছড়া এবং কবিতা বা ইতিহাস ইত্যাদি লেখতে। আর এটা সত্যি যে প্রথম হয়ত তার লেখাগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে তার পরেও ওই লেখকের প্রতি আস্থা রাখুন ।কেননা একদিন হয়ত সেও আপনার মত একজন গুনীলেখক বা লেখিকা হবেন । তাই আপনার ও দায়ত্ব আছে তার উপরে আর সে জন্যই দায়ত্ব বা আপনার কর্তব্য হলো সে যদি কোন ভুল করে তাহলে সে নতুন আপনি পুরান আর আপনি পুরান হিসেবে তার ভুলগুলো এড়িয়ে না যেয়ে যতটুক পারেন তাকে সহযোগিতা করুন তার পাশে দাঁড়ান । সামু বাংলা ব্লগের মত একটি প্লাটফরম কোনোদিনই সফল হতে পারতো না বরং শুরুতেই শেষ হয়ে যেতো যদি না এখানে সকলের ভিতর একতাবদ্ধ না থাকতো একজনের প্রতি অন্যজনের হৃদয় ভরা মমতা ভালোবাসা না থাকতো।
• তাই আপনাকে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে যা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নীতি আর সেটা হলো আপনি সকলের সাথে এমন ব্যবহার করুন যেমনটা আপনি তাদের থেকে আশা করেন এমনকি তারা নতুন হলেও।আর হ্যা আরেকটি বিষয় মনে রাখুন আমরা সকলেই একটি সময় নতুন ছিলাম বা থাকি ।পরে আবার আমরাও একটি সময় পুরাতন হই ।
• অনুগ্রহ করে বিনয় প্রদর্শন করুন।
• বিষয়নিষ্ঠ বিতর্ক করুন এবং ব্যাক্তিগত আক্রমনকে না বলুন যদি কারো প্রতি বা কারো লেখার প্রতি আপনার কোন রাগ অভিযোগ থাকে তাহলে সে বিষয়টি নিয়ে লেখকের সাথে আলোচনা করুন এবং সুস্থ একটি সমাধানে আসুন।মনে রাখুন ব্যাক্তিগত রাগ বা আক্রমন দিয়ে সুস্থ কোন সমাধান হয় না তাতে হিংসা প্রতি হিংসা বাড়ে ।
মনে রাখুন লিখিত আকারে মনের ভাব ঠিক সেইভাবে প্রকাশ পায়না বা করাও যায়না ঠিক যেভাবে মুখের ভাষায় পায় বা করা যায়। রসিকতা সবসময় লিখিত আকারে বুঝানো যায় কখনো কখনো লিখিত কথা রুঢ় শোনাতে পারে যা হয়তো মৌখিক ভাবে শোনাতো না। মুখভঙ্গী, শারীরিক ভাষা,কন্ঠস্বরের উঠানামা লিখিত আকারে বোঝানো যায়না। তাই কি লিখছেন সেটার প্রতি যত্নশীল হোন আপনি যা বুঝাতে চান আরেকজন সেটা নাও বুঝতে পারে। তাই আগে থেকেই সাবধান হোন অন্যের লেখা পড়ে আপনি কি অর্থ দাড় করাচ্ছেন তার প্রতি লেখক হয়তো সেটা বুঝাতে চাননি বা সে ভাবে লেখেননি যে ভাবে আপনি তার প্রতি ভাবছেন।• সকলে মিলে একটি মতে পৌঁছানো চেষ্টা করুন। তাতে সকলেই ব্যাক্তিগত আক্রমন থেকে রক্ষা পাবেন এবং সকলের জন্য মঙ্গল বয়ে আনবে ।
আপনি কারো প্রশ্নকে উপেক্ষা করবেননা।
কেও যদি আপনার লেখার প্রতি দ্বিমত প্রকাশ করেন তবে আপনার মতে স্বপক্ষে শক্তিশালী যুক্তি প্রদর্শন করুন এবং তাকে বোঝান । ভাই বা বোন আপনি আগে আপনার ভদ্রতা প্রদর্শন করুন তার পর দেখবেন উনিও অর্থাৎ আপনার বিপরীত জন আপনার প্রতি অবশ্যয়ই ভদ্রতা বজায় রেখেই কথা বলবেন। আপনার লেখার ক্ষেত্রেও হয়তো একটু কঠিন হবে যদি বিতর্কের সময় অন্যান্য লেখকেরা আপনার প্রতি ভদ্রতা প্রকাশ না করে আপনি তাদের প্রতি অনেক বেশি ভদ্রতা প্রকাশ করুন। যাতে তারা একটি সময় নিজে থেকেই নিজ ভুলগুলো বুঝতে পারে বা পারবে । এইভাবে সংঘাত এবং গালি গালাজ এড়ানো যাবে। তাছাড়া অভদ্রতার বিপক্ষে ভদ্রতা করা অতন্ত প্রশংসনীয় আচরণ ও ভালো মনের পরিচয়।
তবে আপনি তাদের জানিয়ে দিন যে আপনি তাদের আচরণ পছন্দ করছেননা অন্যথায় তারা আপনাকে দুর্বল ভেবে আরো বেশি আক্রমন করতে পারে এবং হয়তো করার চেষ্টা করবে।আরেকটি বিষয় যা আপনার জন্যও করনীও যদি আপনিও ভুল করেন তাহলে ক্ষমা প্রার্থনা করুন। বিতর্কের সময় আমরা অনেকেই উত্তেজিত হয়ে এমন কথা বলি যা পরে আমাদের অনুতপ্ত করে। আপনিও অন্যের ভুলকে ক্ষমা করুন এবং ভুলে যান। আপনার কোনো কিছুর উপর পক্ষপাতিত্ব আছে নাকি বুঝার চেষ্টা করুন এবং সেটা থেকে পরিত্রান পাবার অবশ্যয়ই চেষ্টা করুন। যখন যে প্রশংসা পাওয়ার তখন তার প্রতি প্রশংসা করুন । মনে রাখবেন এখানে সবাই প্রশংসা পেতে ভালোবাসে। একটি প্রশংসাসূচক বার্তা আপনি সে লেখকে লেখার মন্তব্যের পাতায় আপনার মন্তব্য দিয়ে বা লিখে বুঝাতে পারেন। আপনি অন্যের পোস্টে যেসব বিতর্কে সুচনা করেছিলেন বিতর্ক শেষে তা সেই লেখককে মুছে দিতে বলুন । আপনার লেখীত পোস্ট হলেও তা আপনার নিজ দায়ত্বে মুছেদিন ।
এখানে আমরা সকলেই কিন্তু আপন জন তাই অন্যদের মধ্যে কোন বিতর্ক দেখলে অবশ্যয়ই সেই বিতর্কের অবসান ঘটাতে এগিয়ে যাবেন যতটুক সম্ভব উভয়কে বুঝিয়ে সেই বিতর্কের অবসান ঘটান। আপনি যদি বিতর্কের মধ্যে থাকেন তাহলে কিছুক্ষন বিরতি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি যদি কোনো বিতর্ক নিরসনের চেষ্টা করেন তবে এই উপদেশ দিন।
আপনি যদি রাগান্বিত হয়ে থাকেন তাহলে কিছুদিনের জন্য সামুতে বা যে কোন ব্লগয়ই হোক সেই ব্লগে পোস্ট দেয়া এবং পড়া থেকে বিরত থাকুন। হয়তো সেই কয়দিনে অন্য কেও বিতর্কের অবসান ঘটাবে এবং সঠিক তথ্য যোগ করে দিবে। আপনা সহজ হওয়ার জন্য আপনি চাইলে অন্য যে কাওকে আপনার সাথে নিযুক্ত করতে পারেন এই কাজে। লেখার সময় আপনার পোস্টে আপনার লেখার পক্ষে যুক্তি দিন এবং আপনার লেখা নিয়ে কোন আলোচনা হতে পারে তাই আপনি আপনার সেই লেখাটি নিয়ে আলোচনার জন্য তৈরি থাকুন। শান্তভাবে আপনার যুক্তিগুলো তুলে ধরলে অন্য অন্যান্য লেখকগণ আপনার সাথে একমত হবার সম্ভাবনা বেশি একগুয়েমি করলে অন্যরাও তাই করবে এবং তাতে ব্যাক্তি আক্রমন শুরু হবে। মনে রাখবেন আপনি মানুষের সাথে কাজ করছেন। প্রতিটি মানুষের আত্মসম্মানবোধ আছে তারা ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আগত। সবার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করুন। এমন কোনো ভাষা ব্যবহার করবেননা যা সকলে বুঝতে সমস্যা হতে পারে। শব্দ সংক্ষেপ ব্যবহার করলে তার অর্থ লিখে দিন যাতে কারো মাঝে কোন সন্দেহ সৃষ্টি না হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
আমি মিন্টু বলেছেন: ওকে দাদু ঠিক আছে চালিয়ে যান পরে বুঝমুনি
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার প্রতিটি কথার সাথে একমত। কিন্তু এসব কথা হাজার হাজার ব্লগার সবাই মেনে চলবেন, এমনটা আশা করি না।
ধন্যবাদ লেখক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
আমি মিন্টু বলেছেন: ঠিক বলছেন তয় চেষ্টা করতে দোষ কি বলেন । আপনাকেও পড়ার জন্য অনেক ধন্যবাদ আঙ্কেল ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি অন্যের পোস্টে যেসব বিতর্কে সুচনা করেছিলেন বিতর্ক শেষে তা সেই লেখককে মুছে দিতে বলুন । আপনার লেখীত পোস্ট হলেও তা আপনার নিজ দায়ত্বে মুছেদিন ।
-- এটাই উচিত।
আপনা সহজ হওয়ার জন্য আপনি চাইলে অন্য যে কাওকে আপনার সাথে নিযুক্ত করতে পারেন এই কাজে।
-- দ্বিমত। এভাবেই সিন্ডিকেটের রাস্তা তৈরি হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
আমি মিন্টু বলেছেন: তাহলেতো আর আপনি একতাবদ্ধ হতে পারলেন না ভাই ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
বিপরীত বাক বলেছেন: ভিন্ন ভাবেও চিন্তা করা যায়। যেমনঃ
১/ বিচার মানি তবে তালগাছ আমার।
২/গায়ে মানুক না মানুক আমি কিন্তু মোড়ল।
৩/ বাক(মন্তব্য) স্বাধীনতায় আমি আবার অগাধ বিশ্বাসী। তবে আমার বিপক্ষে গেলে কিন্তু টুটি চিপে ধরবো।
আরও আছে.....
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে সবই বুঝলাম কিন্ত বাকিটুক কই নাকি হেইটুক আপনি নিজেই ভুইল্লা গেছেন
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও মিন্টু ভাই.....! কিপ ইট আপ। লেখার উন্নতি ভালই হইছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
আমি মিন্টু বলেছেন: হুম দেশে ভালোবাসা নাইরে ভাই দেশে ভালোবাসা নাই ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মিন্টু ভাই, ভালা কথা কইসেন! ভাল্লাগসে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
আমি মিন্টু বলেছেন: আপনাারেও ধন্যবাদ ভাললাগচ্ছে বইল্লা
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনার উর্ধ্বে যাওয়াটা কষ্টকর। সবাই পারে না মিন্টু ভাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: হ। আপ্নারা একটু যত্ন আত্তি কইরেন আমরা যারা নতুন আইছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৬
আমি মিন্টু বলেছেন: ঠিক আছে চালিয়ে যান ।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
মিহির মিহির বলেছেন: ভাইয়া, কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আমি এই পরিবারের খুবই নতুন সদস্য। পরিবার একারণেই বলছি কারণ এখানে দেখছি সবাই খুবই আন্তরিক। কিছু সিনিয়র ব্লগার ভাইয়েরা আমাকে বিভিন্ন রকম সাজেশন্স দিয়ে, মতামত দিয়ে অনুপ্রাণিত করবার চেষ্টাও করেছেন। সবার জন্য অনেক শ্রদ্ধা রইল।
আপনার কথাগুলো আমি নিজে মেনে চলবার চেষ্টা করব এবং আশা করব যাতে অন্য সবাইও মেনে চলে।
শুভকামনা রইল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
সামু প্যানেলে আপনাকে সু-স্বাগতম ।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
সুমন কর বলেছেন: ভালো লিখেছো, নাতি...
অ.ট.: দাদু বললে, নাতি শুনতে হবে !