![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
ইন্টারনেটে আমার বিচরন শুরু হয় ২০০৯ সালের প্রথম দিকে । এর আগে একটু আকটু ব্রাউজ করতাম আরকি । ২০০৯ সালের মাঝা মাঝি আমি একবার বাংলায় একটা বিষয় লিখে গুগুলে সার্চস দিলাম যে রেজাল্টগুলি আসলো বেশির ভাগ সামুর লিংক । কিন্তু ওয়েব সাইটের নামটা অনেক বড় দেখে হিজিবিজি লাগলো গুরুত্ব দিলাম না । এর পার আর একদিন অন্য একটি বিষয় নিয়ে সার্চস দিলাম এখানেও দেখলাম সামুর আধিপত্য । এবার ভিতরে গেলাম ও-মা একি এ দেখি আমার বাংলা ভাষায় প্রায় সব বিষয়েরই আলোচনা রয়েছে । রাজনীতিক হোক ! ধার্মিক হোক ! ভ্রমন হোক ! ১৮+ হোক জীবনের ডাইরি কি নেই । মাঝে মাঝে ব্রাউজ করা শুরু করলাম । কিছু ব্লগারে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করতো আবার কিছু কিছু ফাউল ব্লগারে ক্যাচাল বিরক্ত করতো ।
এভাবে কেটে যায় কয়েক বছর । আস্তে আস্তে আমর নিজের একটি আইডির প্রয়োজনীয়তা অনুভব করি কিন্তু সাহস পেতাম না । কারন নিজে কিছু লিখতে পারবো এই বিশ্বাস ছিল না কোন পোস্টে কমেন্ট করতে চাইতাম কিন্তু আইডি খুললেই তো আর কমেন্ট করা যায় না ! ওয়াচে থাকতে হয় তাও আবার অনির্দিষ্ট কাল ততো দিনে সেই বিষয় বস্তু পুরাতন হয়ে যাবে ।
কিছু কিছু পোস্ট শোকেসে রাখার প্রয়োজন পড়তো যাতে ভবিষতে সহজে খুজে বের করতে পারি ।
তাই অবশেষে কামডা কইরাই ফেললাম এখন দেখি মাননীয় , সম্মানিত , বিচক্ষণ মডুগন ( কিছু তেল দিলাম ) আমাকে কতদিনে জেনারেলে প্রমোশন দেয় ।
{ বিঃ দ্রঃ - আমি এই মর্মে মডুগনকে নিশ্চয়তা দিচ্ছি যে , আমি খুব নিরীহ প্রকৃতির ভোলা-ভালা ছেলে , কারো ৫,৭ বা ৯ এ আমি থাকি না , মডু মনে কষ্ট পায় এমন কোন কর্ম আমাকে দিয়ে সম্পাদন হবে না , আমি শুধু মাত্র ব্লগে কমেন্ট করার পারমিশন চাচ্ছি । কোনো দিন নিরাপদ ব্লগার কারা আবেদন করবো না , যদি আমার কথা-কর্মে কোন দুই খুজে পান আমাকে চিরদিনের জন্য ব্লক মাইরা দিয়েন কিছ্ছু কমু না
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
আহমেদ আলিফ বলেছেন: ইমো দিতে পারি কিনা টেষ্ট করতেছি
