| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু গুছিয়ে লিখতে পারি না...
আমার লেখার ধরন কখনোই ভালো নয়। তবুও আজ লিখছি এক অসহায় মেয়ের জন্য। মেয়েটির নাম ববি, তার ৮ এবং দেড় বছরের দুটি সন্তান আছে। ববির সংসারে তার স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু এই মা্নুষটি আজ পিজি হাসপাতালের আইসিইউ,৭ নাম্বার বেডে জিবিএস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষেরও বেশি টাকা যা এই পরিবারটির কাছে নেই। ববির বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠছে আইসিইউ'র বাইরের পরিবেশ। সে জানে না কোথায় গেলে,কার কাছে গেলে মিলবে একটু সাহায্য। তার আত্মীয়-স্বজনদের মধ্যেও এমন কেউ নাই যে তাকে এতগুলো টাকা দিতে পারে! আচ্ছা, আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে দেই তবে কি সম্ভব নয় ববির জন্য কিছু করা। সামুতে অনেকেই আছেন যারা এর আগেও অসসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যদি আমাকে কেউ একটি চ্যারেটি কনসার্ট কিংবা ফিল্ম শো-এর মাধ্যমে কিভাবে অর্থ সংগ্রহ করা সম্ভব সে ব্যাপারে পরামর্শ দিয়ে কিংবা আমার সাথে সহযোগিতা করেন তবে খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর কেউ যদি এই অসহায় পরিবারটিকে সরাসরি অর্থ সাহায্য করতে চান তবে আমি তাকে ববির ব্যাংক একাউন্ট নাম্বারটি দিতে পারি। আপনারা কেউ কি এই অসহায় মেয়েটির পাশে এস দাড়াবেন না? সেও তো হতে পারতো আপনারই বোন,মেয়ে কিংবা আপনজন। আমার লেখায়, বানানে ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
©somewhere in net ltd.