| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত অন্তর
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
শান বাধাঁনো শ্যাওলা দিঘীর
সবশেষ জেগে থাকা সিড়িটি
কি করুন আকুতি নিয়ে থাকে।
আমের বনের সরু পথ ধরে
যদি আসে কিশোরী বধু
কাখে কাদা-মাটির সরল কলসি নিয়ে।
অতৃপ্ত মনকে স্নান করে
শ্যাওলায় মাখামাখি হয়ে
শান্তু হবে ধীরে..
তারপরে ভরবে কাদা-মাটির
সরল কলসির জীবন।
ফিরে যাবে ঘরে
তৃ্প্ত করে সব অন্তর-বাহির
তবুও আশা করে রয়
শ্যাওলা দিঘীর সবশেষ
জেগে থাকা সিড়ি
স্নান করার অপেক্ষায়।
----------------------------------
- অনন্ত আকতার (০৮০৭২০১৫০০৪৮
!!স্বপ্নডানায় ভেসে ভেসে !! কবিতা#৬
©somewhere in net ltd.