![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
আমরা সবাই বাংলাদেশী। এ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয় যাচ্ছিল। কিন্তু আমাদের মহান সরকারের ঐতিহাসিক কিছু ভুলের কারনে সকল অর্জন আজ ভন্ডুল হতে চলছে।ডঃ ইউনুছ প্রথম নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশের গর্ব হতে পারতেন কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিগত বিদ্বেষের কারনে আজ আমাদের যুক্তরাষ্ট সহ বিভিন্ন রাষ্টের কাছে হেয় হতে হচ্ছে। একটি গনতান্ত্রিক রাষ্টে আস্তিক নাস্তিক মধ্যপন্থি ডানপন্থি বামপন্থি সকল প্রকারের আদর্শের মানুষ থাকতে পারে। সরকারের কর্তব্য সকল প্রকার মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা কিন্তু সরকারের ভ্রান্ত নীতির কারনে এ সকল লোক আজ পরষ্পরের মুখোমুখি।চলছে যুদ্ধাবস্থা ও পারস্পরিক বিদ্বেষ।দেশে মত প্রকাশের সাধীনতা থাকলে এ পরিস্থিতি সহজেই এরানো যেত। আজ কারও জীবনের নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা বাহিনী না সন্রাসীরা গুম করছে বুঝা যাচ্ছে না।চারদিকে লাশ আর লাশ। বাংলাদেশের সকল মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়।কিন্তু সরকারের নানা হস্তক্ষেপের কারনে এ বিচারের আজ হাস্যকর অবস্থা। আমরা আজ এমন বিদ্বেষের মুখোমুখী যা থেকে পরিন্ত্রানের কোন উপায় নেই।
©somewhere in net ltd.