![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
তামাশার নির্বাচন করার জন্য গিনেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা (বি.) চৌধুরী।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গণঅনশন কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ করে রাখা ও তার বাসায় বোমা হামলা, সুপ্রিমকোর্টে, জাতীয় প্রেসক্লাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং গণতন্ত্র-আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার পাশপাশি গণহত্যা বন্ধ এবং প্রহসনের নির্বাচন স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
বি চৌধুরী বলেন, একতরফা নির্বাচন করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ২১ সালের মধ্যে দেশকে মধ্যম-আয়ের দেশে রূপান্তরের স্বপ্ন দেখানো জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।
তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে সংকট তৈরি হয়। দেশের এই অবস্থায় গামের্ন্টস শিল্পের ৪০ ভাগ অর্ডার ভারতে চলে গেছে। এভাবে চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, একতরফা নির্বাচন করে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না।
আগামীকাল রবিবারের নির্বাচনকে তামাশা আখ্যায়িত করে তিনি বলেন, ‘যে নির্বাচনে ১৫৩ আসনের ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছে, তা শতাব্দির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
বি. চৌধুরী বলেন, ‘আগামীকাল দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে লাশ দাফন।’
আর বাকি কুলখানির জন্য জনগণকে তৈরি হতে বললেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, আগামীকাল যদি লাশ দাফন হয়, তাহলে কুলখানির জন্য জনগণকে তৈরি থাকতে হবে।
নির্বাচন কমিশনকে সরকারের তল্পিবাহক উল্লেখ করেন আ স ম রব বলেন, ‘আগামীকাল যে তামাশার নির্বাচন অনুষ্ঠিত হবে তা হবে জাতির জন্য ন্যাক্কারজনক। প্রার্থীবিহীন এমন নির্বাচন প্রাদেশিক আমলেও হয়নি।’
এ সময় সরকারের তামাশার নির্বাচন বন্ধের জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি রাষ্ট্রপতি, দেশের অভিবাবক। যে নির্বাচনের পক্ষে কেউ নাই, সেই নির্বাচন আপনি বন্ধ করুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জেএসডি সভাপতি বলেন, ‘অতি আশা ভালো নয়। প্রধানমন্ত্রী, আপনি দেশটাকে জ্বালিয়ে দেবেন না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আগামীকালের একতরফা নির্বাচনের জন্য হাসিনার নাম ইতিহাসে চেঙ্গিস, ইয়াহিয়া খানের সাথে থাকবে।
আগামী ২৪ জানুয়ারির পর দেশের কোন মানুষ শেখ হাসিনার কথা মানবে না বলেও দাবি করেন তিনি।
বঙ্গবীর বলেন, ‘আগামীকালের ভোটকেন্দ্রে শয়তান ছাড়া কেউ যাবে না। শয়তানের আয়োজন করা ভোটে শয়তানই যাবে।’
গোপালগঞ্জ নিয়ে খালেদা জিয়া যথার্থ বলেছেন দাবি করে তিনি বলেন, ‘প্রধামন্ত্রী আপনি যে দিন ওইভাবে বন্দি থাকবেন, সেদিন দেখা যাবে আপনার মাথা ঠিক থাকে কিনা।’মা জমিন
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
কাজী রিয়াজ বলেছেন: এই সকল দুশ্চরিত্রের নীতিহীন রাজনৈতিক নেতাদের কথায় আনন্দিত হওয়ার কিছুই নেই, সব গুলো এক......
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
হেডস্যার বলেছেন:
যারা বর্জন করছে তারা খুব ভালো তাই না?
সব কয়টা রাজনীতিবিদ, তাদের চেলা চামুন্ডা আর সমর্থকই শয়তান।
অত ভালা সাজার দরকার নাই।
গনতন্ত্র বাংগালীর লাইগা না, এরা ডান্ডার বাড়ির উপ্রে সোজা থাকে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
সাইলেন্স বলেছেন: কারো খবর জানি না তবে আমি যাচ্ছি না এটা নিশ্চিত।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকশালের কলংক যেমন ৪০ বছরে মোছে নাই, এই স্বৈরিচারী সারা বিশ্ব কর্তৃক নিন্দিত, প্রত্যাখ্যাত নির্বাচনের কলংকও বোধকরি আগামী ৪০ বছরে মুছীবে না।
গণতন্ত্রের হত্যাকারী হিসাবে, বিরোধীদলের উপর নজীর বিহিন অত্যাচর, জুলুম আর সহিংসতার জন্য কুখ্যাতি রেকর্ড হইয়া রহিল।
সন্ত্রাসীকে যেমন সাধারন মানুষ ভয়ে সালাম দেয়- বা তার সামনে নিরব থাকে!
আজ পুরা জাতি তেমনি নিরব! কিন্তু এই ভয় কেটে গেলে-তাদের ভাগ্যে জমা রইল শুধু ঘৃনা আর ধিক্কার!
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ৯৬ এ যখন এই রকম একটা শয়তানি হইছিল তখন কি ওনারা (বঙ্গবীর কাদের সিদ্দিকী, অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা (বি.) চৌধুরী,আ স ম আবদুর রব) এই রকম কোন বিবৃতি দিয়েছিলেন?
ভাইজান, ওরা সবাই এক রকম মাটির তৈরী, সবই ক্ষমতার জন্য!!!
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ম্রিয়মাণ বলেছেন: রিপলিস বিলিভ ইট অন নট-এ স্থান পেতে পারে আমাদের এ নির্বাচনী তামাশা। গিনেস বুক তো আছেই, ওখানেও স্থান পাবে আশা করি।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সামুরাই হান বলেছেন: বামলীগ দেইখা শয়তানো লজ্জা পায়।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
nurul amin বলেছেন: যে যাই বলেন এ নির্বাচনে ভোট দিয়ে শয়তান হতে পারব না
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
রামন বলেছেন: শুনেছি দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর কাছে এই লোক টাঙ্গাইল জেলার স্বায়ত্ব শাসন বা এমন একটা কিছু দাবি করেছিলেন বঙ্গবন্ধু তাতে রাজি না হওয়ায় সেই থেকেই সে আওয়ামী লীগের পেছনে লেগেছে।
যাইহোক গতকাল তৃতীয় মাত্রার টক শোতে এক জ্ঞান পাপীর বক্তব্য শুনলাম। উনি বললেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশের একটি লোকও চোখের পানি ফেলেনি আর সেই ক্ষোভ থেকে প্রতিশোধ পরায়ন হয়ে আজ শেখ হাসিনা জনগনের উপর এমন আচরণ করছেন! ভাবছি এই লোকের কি ৭৫ এর প্রেক্ষাপট সম্পর্কে কিছু ধারণা আছে । সেদিনের অপ্রত্যাশিত বর্বর ঘটনায় জনগণ বিহ্বল, হতবাক, বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। গোটা দেশ, জাতি ছিল মুষ্টিমেয় বিপথগামী সামরিক কর্মকতাদের হাতে জিম্মি। বহুদিন দিবারাত্র সান্ধ্য আইন জারি করে জনগনকে আটকে রাখা হয়েছিল।
আমি বুঝি না এই সকল ব্যক্তি যারা গণ মাধ্যমে উদ্ভট ও বিভ্রান্তিমূলক কথা বলেন তারা কি জ্ঞানপাপী না আসলেই বুদ্ধিপ্রতিবন্ধী!? এদের দিয়ে টক শো না চালালেই কি নয় , আর যদি টকশো চালাতেই হয় তাহলে জ্ঞানপাপী ও বুদ্ধিপ্রতিবন্ধীদের বাদ দিয়ে রাস্তার টোকাই ধরে নিয়ে এলেও দর্শক খুশি হবে।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
nurul amin বলেছেন: এত হতাশার কিছু নেই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১
nurul amin বলেছেন: আগামীকালের ভোটকেন্দ্রে শয়তান ছাড়া কেউ যাবে না। শয়তানের আয়োজন করা ভোটে শয়তানই যাবে।