নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

“জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে..হা হা হা...।”- শেখ হাসিনা। লজ্জা শরম কি পৃথিবী থেকে উঠে গেল?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯

গণভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথপোকথন নিয়ে ফেসবুকে আলোচনা ভালোই জমেছে। হাস্যরসও কম হচ্ছে না। ইনুর পরামর্শ ও শেখ হাসিনার জবাব সম্বলিত সেই কথপোকথনটি খুব মৃদুকণ্ঠে হলেও উপস্থিত টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে। আর তারপরই তা ছড়িয়ে পড়েছে ইউটিউব থেকে ফেসবুকে।

ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে, সংবাদ সম্মলনে কী বলবেন না বলবেন তা প্রধানমন্ত্রীকে শিখিয়ে দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ভোট জালিয়াতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে গিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি। নিচু স্বরে প্রধানমন্ত্রীকে বলতে বলেন, ‘সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও ১৮ হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা এবং সংবিধানের সফলতা। ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভেতর রেখেছি, হা হা হা...।’

প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা না বলারও পরামর্শ দেন ইনু।

এসময় হাসতে হাসতে প্রধানমন্ত্রী ইনুকে বলেন, ‘জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে...হা হা হা...।’ আবারও একই কথা বলেন প্রধানমন্ত্রী।

তখন ইনু বলেন, ‘এটা অনএয়ার আছে। এগুলো সব অনএয়ারে আছে।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি তো সব। সে জন্য বলে দিলাম।’

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনের আগে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। তাদের সামনে রাখা ছিল টেলিভিশনের মাইক্রোফোন। এসময় একটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিল। আর তাতেই ধরা পড়ে প্রধানমন্ত্রী-তথ্যমন্ত্রীর এই কথোপকথন। এখন চিন্তা করুন কতটা নোংরা হয়ে গেছে আমাদের রাজনীতি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

nurul amin বলেছেন: যারা ভোট দেয়নি তারা রাজাকার

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের পেট্রোল বোমার ভয়ে নিরীহ জনগন ভোট দিতে পারে নাই

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

সেমিবস বলেছেন: ইনুরে দেখলেই লজ্জ্বা লাগে।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

nurul amin বলেছেন: কার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.