![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
লাইভ বুলেটও না, রাবার বুলেট ও না। শিবির হইলেও না, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল হইলেও না, গার্মেন্টস ওয়ার্কার বা প্রাইমারি স্কুলের শিক্ষক হইলেও না । এক্সট্রিম ভায়লেন্সে অন্য কোন জীবন রক্ষার মত এক্সট্রিম সিচুয়েশান না হলে, জনগণের উপর গুলি করার অধিকার রাষ্ট্রের নাই। পৃথিবীর কোন সভ্য দেশে পুলিশ এই ভাবে কথায় কথায় গুলি ছুঁড়ে না। এই বুলেট ক্ষপ বিক্ষত হচ্ছে দেশ। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর যেভাবে গুলি করা হয়েছে এটা নজিরবিহীন। আজকের ঘটনার মাধ্যমে প্রমানিত হয়েছে এ সরকার যতদিন থাকবে ততদিন অঝোর ধারায় বইবে সাধারণ মানুষের রক্ত।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
পাঠক১৯৭১ বলেছেন: বুলেট প্রুফ জ্যাকেট চেস্টা করে দেখেন; তবে, আপনার প্রথম দরকার মগজ, যা আপনার মাথায় নেই!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
nurul amin বলেছেন: আমি আপনার সাখে বিতর্ক করতে পছন্দ করি না।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
পাঠক১৯৭১ বলেছেন: আপনার ভাবনার মাঝে বিতর্কের কিছু নেই, ওখানে শুধু গোবর; কেহ যদি ছাত্র হয়, পুলিশ কেন তাকে গুলি করবে?
আপনি ছাত্র ও মাফিয়ার মাঝে পার্থক্য বুঝেন না!
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
ইউরো-বাংলা বলেছেন: ভাই ছাত্রলীগ ওরফে কুত্তালীগ, দেশের মা-বাপ। ওরা করলে কোনো দোষ নাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
nurul amin বলেছেন: ছাত্রলীগ যুবলীগ পুলিশকে সাহায্য করছে। পুলিশের ধজভঙ্ঘ রোগ হয়েছে
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
আলোকন বলেছেন: @পাঠক১৯৭১,
ছাত্র ও মাফিয়ার মাঝে পার্থক্য শুনবেন?
আমার অনেক ইচ্ছা ছিল ঢাকা কলেজে ইন্টার পড়ব।
ভর্তি তালিকায় আমার নামও আসছিল।
কিন্তু আমার মত শতশত ভর্তিচ্ছু অসহায় ছাত্রর সামনেই ছাত্রলীগের সোনার ছেলেরা শিক্ষকদের হুমকি দিয়ে সেই ভর্তি তালিকা ছিড়ে নিয়ে গিয়েছিল।
এবং প্রকাশ্যে বলে গিয়েছিল কেউ ভর্তি হতে চাইলে, তাদের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা দিয়ে ভর্তি হতে হবে। ফোন নাম্বারও দিয়ে গিয়েছিল তারা। সেই ফোন নাম্বার আজো আমার মোবাইলে সেভ করে রাখা আছে। যদি কোনদিন বাংলাদেশে ইনসাফের সরকার আসে, সেইদিন আমি যোগ্যতা থাকা সত্বেও ঢাকা কলেজে পড়তে না পারার বিচার চাইব।
এখন কে ছাত্র আর কে মাফিয়া জানেন?
তারা "ছাত্র"। কারন তারা ছাত্রলীগ করে।
আর আমি এবং আমার মত ভর্তির লাইনে দাঁড়িয়ে থাকা অসহায় ছেলেগুলো "মাফিয়া"। কারন আমরা ছাত্রলীগ করি না। আমরা ইনসাফের বাংলাদেশ চাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
nurul amin বলেছেন: আন্দোলনরত ছাত্রদের যারা মাফিয়া বলে তাদের মাখায় গন্ডগোল আছে।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
উপপাদ্য বলেছেন: এমনকি কেউ যদি ভায়োলেন্স করে তবুও তাদের উপর গুলি করা রাস্ট্রের অধিকারের পর্যায়ে পরেনা। দেশে আইন আছে, বিচার আছে, সংবিধান আছে। যদি এসব কিছু না মানেন আর নির্বিচারে গুলি চলে, মানুষ হত্যা চলে তাহলে সেইসব প্রতিবাদকারীরাও একদিন অস্ত্র হাতে নেমে পড়বে। তখন রাস্ট্র কি করবে??
কিছু কুলাঙ্গার আছে তারা রাজশাহীতে নিরীহ ছাত্রদের উপর দেশের সবচেয়ে বড় কুলাঙ্গারের দল ছাত্রলীগ ও কুলাঙ্গার পুলিশদের এই নির্বিচার গুলিকে জায়েজ করার কথা বলে বেড়াবে। এরা অন্ধ, যেমন উপরে একটা আসছে, জনৈক ব্লগার এর নাম দিয়েছেন "তরল'। এর ভারত বান্ধব পোস্ট পড়ার পর এর জন্ম পরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪
nurul amin বলেছেন: পুলিশের সাথে ছাত্রলীগ এটা কোনভাবেই মেনে নেয়ে যায় না।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে ছাত্রলীগ যেভাবে গুলি করেছে তা কোন ভাবেই সমর্থন করিনা এটা প্রথম কথা যদিও এমন কিছু সব দলের মধ্যে আমরা অতীতে দেখেছি
আওয়ামিলীগকে সমর্থন করা মানে তাদের সকল কাজকে মেনে নেয়া হলো দলান্ধতা আর এসবের কারণেই দেশের রাজনীতি রক্তাক্ত হয়ে আছে
খুনের রাজনীতি সবাই করেছে এবং এই সরকারও করছে
আমরা দেখেছি কিভাবে বড় বড় ভালো ভালো নেতাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেটাই এখন অব্যাহত
লেখকে বলি যদি রাজশাহীর এই রণাঙ্গন থেকে একটা ছাত্র দুরে থেকে থাকে মুলত সেই ছা্ত্র আর বাকি সব ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং আমাদের জাতীর জন্য এটাই দুর্ভাগ্য
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১২
nurul amin বলেছেন: জাতীয় রাজনীতিতে নীতিবোধ হারানোর কারণে এ সকল সমস্যা সৃষ্টি হচ্ছে।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
nurul amin বলেছেন: এবার ছাত্রলীগে বিধ্নস্ত হচ্ছে দেশ।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫
নিরীহ বালক বলেছেন: চোর চুরি করে কোনদিন বলে না যে চুরি করেছে -_- আর যারা চোখে টিনের চশমা পড়ে , তাদের তো কোন কিছুই বোঝার কথা না । আর যারা গু কালারের সংবাদ পরে জ্ঞান অর্জন করেন , তাদের মাথায় গু ছাড়া অন্য কিছু থাকার কথা না ।
বর্তমানে দেশের পুলিশেরা অত্যন্ত নিম্নমানের । সবদিক থেকেই । নাই ট্রেনিং , নাই দক্ষতা , নাই পারদর্শিতা , নাই নৈতিকতা , নাই দায়িত্ববোধ , নাই দেশপ্রেম !!! এদের কাছ থেকে কোন ভাল কিছু আশা করা ভুল । তবে সবাই একরকম না ।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫
মিতক্ষরা বলেছেন: এরকম গুম খুনের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
এতদিন আমরা দেখেছি মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হত এসব ক্রশফায়ার। এখণ শুরু হয়েছে বিরোধী মতাবলম্বীদের উপরে। একটি সাইটে দেখলাম বেশ কয়েকটি ছেলেকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যারা আর ফেরত আসেনি এখনও। পরিজনেরা এখনও আশায় রয়েছেন ঘরের ছেলে ঘরে ফিরবে বলে। সংবাদকর্মীদের কাছে তারা মুখ খুলতেও চাইছেন না। এসব ছেলেদের বিরুদ্ধে হরতাল অবরোধে অংশ নেয়া ব্যতীত খুব গুরুতর কোন অভিযোগ রয়েছে কিনা সন্দেহজনক। প্রথম আলোতে গোলাম মোর্তাজার যে রিপোর্টটি এই বিষয়ে ছাপা হয়েছে তাতে এই বিষয়গুলো ঠিকভাবে আসেনি। যার ফলে বিএণপি আমলের হত্যাকান্ডের সংখ্যা অনেক গুন বেশী মনে হতে পারে। কিন্তু শুধু বিরোধী মতাবলম্বী হবার কারনে ক্রশফায়ারের ঘটনা গত ১/২ মাস হল দেখছি। এমনকি মন্ত্রী এমপিদের দিকে জুতা নিক্ষেপের ঘটনাতেও যৌথ বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করছে। মানবাধিকার সংস্থাগুলো কি গুম খুনের তালিকা বানাতে পারে না?
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
nurul amin বলেছেন: এতপরে এখানে কেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
nurul amin বলেছেন: মনে হয় বুলেট প্রুফ জ্যাকেট গায়ে রাস্তায় নামতে হবে।