![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
বিএনপিকে ৭৫% দিতে চেয়েছিল : খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কারসাজি ও জবরদস্তি নির্বাচন করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা কেউই নির্বাচিত নন।
খালেদা জিয়া বলেন, আমরা ভোট ভাগাভাগি চাইনি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি। ৫ জানুয়ারির নির্বাচনের আগেই তারা আসন ভাগ করে নিয়েছে। বিএনপিকেও এক ভাগ দিতে চেয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতার ১৫৩টি আসনের ৭৫% বিএনপিকে দিতে চেয়েছিল সরকার। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ আমরা প্রহসনের নির্বাচন চাইনি।
তিনি বলেন, নির্বাচিত বলে গণ্য ব্যক্তিদের দিয়ে গঠিত সরকার গণতান্ত্রিক হতে পারে না। এটা তামাশার সংসদ।
এরপর তিনি সারা দেশে গুম-খুনের একটি তালিকা প্রকাশ করেন।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
নিশাত তাসনিম বলেছেন: নির্বাচন প্রহসনের তা ঠিক আছে কিন্তু প্রধান বিরোধী দল সঠিক পথে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। যারা আন্দোলনই করতে জানেনা এবং আন্দোলন করার জন্য অন্য একটি দলের উপর নির্ভর করে তারা কিভাবে দেশ চালাবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
nurul amin বলেছেন: আন্দলোন মূল কথা নয় সরকার কে গণতন্ত্রের প্রতি আন্তরিক থাকতে হবে। একটি নির্বাচিত সরকার কিভাবে বলে তাদেরকে আন্দোলন করে নামাতে হবে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
হতাশ নািবক বলেছেন: নিজে ব্লগ লিখে আবার নিজেই কমেন্ট করেন !!!!
কি করবেন (?) নিজের ঢোল নিজেই বাজান , অন্যকে বাজাতে দিলে হয়ত ফ্যাইটা ফেলতে পারে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
nurul amin বলেছেন: সরকার পক্ষের লেখাগুলো প্রখম পাতায় বেশিক্ষন থাকে না। এই জন্য নিজের ঢোল নিজেই বাজাচ্ছি যাতে আপনার মত সরকার বিরুধীরা দেখতে পারে।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
হতাশ নািবক বলেছেন: এত দিন ধরে ব্লগিং করেন, লেখা প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতা , দ্বিতীয় পাতা থেকে তৃতীয় পাতা কেমনে যায় তাও জানেন না।
যাই হোক, জাতীয়তাবাদী চশমাটা খোলেন তারপর সাদা চোখে দেখেন পৃথিবীটা কত সুন্দর।
ও হ্যাঁ, ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট টাও একবার ঘুরে আসবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০০
nurul amin বলেছেন: ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট টাও একবার ঘুরে আসবেন। টাকা ধরা খাওয়ার এক দিনের মধ্যে উদ্ধার হয়েছে। র্যাব পুলিশ দু একজনকে হাতনাতে ধরে দেখাক।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
একজন ঘূণপোকা বলেছেন:
ঠিক বলেছেন
বেগম জিয়ার দুর্ভাগ্য তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন একজন অসত কদাকার ব্যক্তিত্বের বিরক্তিকর মহিলাকে !
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০২
nurul amin বলেছেন: বেগম জিয়ার দুর্ভাগ্য তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন একজন অসত কদাকার ব্যক্তিত্বের বিরক্তিকর মহিলাকে !
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১
মতিউর রহমান মিঠু বলেছেন: @হতাশ নাবিক ভাই, জাতীয়তাবাদী চশমা কি BAL এর টিনের চশমার চেয়েও খারাপ?? বার্ণ ইউনিট খুবই দুঃখজনক তবে এর ইতিহাসটা যদি টিনের চশমা খুলে ঘেটে দেখতেন তাহলে ''জাতীয়তাবাদী চশমা বা টিনের চশমা'' কোনটাই পরতে হতোনা।
সবাই সব চশমা খুলে যদি কথা বলতে পারতাম তাহলে এই সোনার দেশ পুড়ে ছাই হতোনা আর কোন উদাহরনও টানতে হতোনা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০১
nurul amin বলেছেন: সঠিক বলেছেন।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
হতাশ নািবক বলেছেন: বাংলাদেশে অনেক ঘটনাই আগে ঘটে গেছে, কিন্তু বার্ণ্ ইউনিটের ঘটে যাওয়া ঘটনা আর কখনও ঘটে নাই, যেখানে একজনও রাজনিতিক কর্মী ছিলনা, ছিল খুব সাধারন খেটে খাওয়া মানুষ।
যদি BAL এর লোক দিয়ে বার্ণ ইউনিট ভরে যেত তবে ঘটনাটা তখন অন্য রকম ঘটত, সম্ভবত সেই পরিমান জাতীয়তাবাদী ও পেট্রল বোমাতে পুড়ত, কারণ কেউ কাহারে নাহি ছাড়ে সমানে সমান ।
এই ঘৃন্য মানসিকতার জাতীয়তাবাদী আচরন ত্যাগ করুন, মানুষের জন্য রাজনিতি করুন।
BAL যা করেছে তা হয়ত খুব ভাল করে নাই, কিন্তু জাতীয়তাবাদীরা যা করেছে, তা মানবতা বর্জিত, হিংস্রতা পুর্ন,নিশংস্ব পশুতুল্য কাজ তাই বিচারের ভার বিবেকের কাছেই ছেড়ে দিন।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪
হতাশ নািবক বলেছেন: @মতিউর রহমান মিঠু: আপনার সেই তথাকথিত ইতিহাস তো সাধারন মানুষ সৃষ্টি করে নাই,করেছে BAL তবে তা সাধারণ মানুষের উপড় কেন???
ক্ষমতা , আর সাহস থাকলে BAL কর্মিদের পুড়ে মারতেন, জানি সেই সাহস কখনই হবে না । তাহলে নিজের জন্য আর একটা বার্ন্ ইউনিট বানাতে হত।
নিজের বিবেক জাগ্রত করুন , যারা সাধারন মানুষ পুড়ায়ে ক্ষমতায় আসতে চায় তাদের ব্যাপারে আরও একবার ভাবুন।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০
হতাশ নািবক বলেছেন: : @মতিউর রহমান মিঠু:প্রতিপক্ষের সাথে যুদ্ধে নেমে, আপনার অস্ত্র যদি শত্রু দিকে না মেরে, তাকে ঘায়েল করার জন্য তার শিশুর দিকে মারেন , তবে তো আর আপনি মানুষ থাকলেন না, আপনার দ্বারা এখন পৃথিবীর সব কিছুই করা সম্ভব।
ভাল থাকবেন, বিবেক কে জাগ্রত রাখবেন।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
nurul amin বলেছেন: যারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না তারাই এসব অযুহাত খুজে বাকশাল কায়েম করছে। সুষ্ঠু নির্বাচনের আয়োজন করলে বার্ন ইউনিট প্রয়োজন হবে না। প্রথমেই ক্ষমতার মোহ ত্যাগ করতে হবে।আলীগ কেয়ারটেকার সরকারের জন্য কি না করেছে। এখন তারা সাধু হয়ে গেছে।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
মো. আলী রেজা বলেছেন: জইল্লা বাইচা থাকলে আরো জমত BNP বোকা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
nurul amin বলেছেন: বেগম জিয়ার দুর্ভাগ্য তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন একজন অসত কদাকার ব্যক্তিত্বের বিরক্তিকর মহিলাকে !