নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ! অনীক মাহমুদ

অনীক মাহমুদ

আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !

অনীক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় ___

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

প্রতি রাতে কান্নার একটা শব্দ আমার কানে ভেসে আসে, ভয়ে শিউরে ঊঠে আমার গা। শব্দটা আমার চেনা, এ কান্না আমি শুনেছি, অনেক শান্তনাও দিয়েছি, জমিয়ে রেখেছি সেই কান্নার বিন্দু বিন্দু জল!
এ-কি ভুল মানুষ বার বার করে যদি সেই ভুলে প্রলোভন থাকে, যার জন্ম ঘোর আবেগ থেকে। ভালো লাগে প্রলোভনে প্রলোভনে মুখ থুব্রে পরতে।
এক ঘা শুকাতে শুকাতে সৃষ্টি আরেক ঘা'য়ের।

- আমি যখন কথা বলবো তোমার সাথে, তুমি মনে করবে পুরো পৃথিবী টা তোমার। তোমার সৃতি-স্মরণ খোয়া দিবে আশপাশ থেকে। মনস্থির করবে আমার দিকে। (আমি মেনেছিলাম, শুধু মিলিয়ে নিয়েছিলাম ; আগেও বলেছিল কেউ এ কথা) !

একটি সম্পর্ক !
যার নাম দিয়েছো বন্ধুত্য ! তবে তা বন্ধুর উর্ধে। বলা যায় লুকাইতো সুম্পর্ক, মন্দ নয় কিন্তু পবিত্র জলে ভেজানো সম্পর্ক।
আমি জানি তুমি ছিলে দোটানায় ! সময়ের ঘ্রারতায় সেই পাল্লাটা ভাড়ি ছিলো, তখন আমি নেহাত-ই নবজাতক।
বলেছিলাম তুমি কেঁদো না, বহুবার ! তুমি এখন আর কাঁদো না। আমি জানি না কোন এক আর্তনাদ আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, ঘুমাচ্ছিও না আর সেই আগের মত, তুমি এখন ঘুমাও বলে।
ভুলে গেছি এখন সেই ঘুম পাড়ানি গল্প ! পারি না লিখতে, পারি না বলতে আর তুমি শুনতেও চাও না।
আমি একলা আজ আমার চিলেকোঠায় ! নেই কারো অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.