![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !
যুগের ক্যান্সার চলমান
জীর্ণ শীর্ণ শীতল হৃদয় পুতুল
হয়তো বন্দি দেখা বাক্সে
তবে কি হতে চেয়েছে বাহির, কখনও ?
হৃদয় নেই, শীতলতা'টা শুধুই অবুঝ,
বন্দি পুতুল
বাধ্য পুতুল
বাধা ও দু'হাত । ২২,০১,১৫
©somewhere in net ltd.