নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ! অনীক মাহমুদ

অনীক মাহমুদ

আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !

অনীক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা !

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

আবর্জনায় বুকের ভেতরটা দুর্গন্ধময়, পরিস্কার করা দরকার বুঝতে পারা যায়,
তবে ভেতরে ঢোকবার দরজার হদিস নেই।
সন্ধান করি, বন্ধ তব আখি পর্দার কপাট।
কি করি, কি করা যায়, জানা নেই তা।
দ্বিকোণ, ত্রিকোণ, চতুস্কন, ঘুরি ঘুরি কপালে বারি ।
হাতরে হাতরে হাপায়ি উঠার পালা,
তবু দরজার মিল নাই।
অতপর, দিলাম ছেড়ে হাল,
নাটাই, নৌকার পাল।
চুপটি করে বসে, যেন লক্ষি সোনার দল।
অতল মন মন্দির থেকে যেন ছুটে আসলো ধুমকেতুর দল;
বয়ে নিয়ে আসলো ছোট্ট একখানা শব্দচিড়া, ইচ্ছা !
অধরার মুছন শেষে চুপটি করে জাগে মনে,
চাই পরিস্কার বুকটা।
পরিস্কার আলো, ধীরে ধীরে উন্মোচন, আরে ! এত অন্তর দরজা।
আমার দরকার পরিস্কার বুকটা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে বেশ+

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২২

অনীক মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪১

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.