|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
সময়টা খুব খারাপ। গৃহবন্দি থাকতে থাকতে সবাই বিরক্ত, বিরক্ত আমিও। এই বিরক্তিতে কারও কথা বলতে ইচ্ছে করে না। মেজাজ প্রচন্ড খারাপ হয়। একটা মতামত দিলে সবাই কেমন নাখোশ। মিল পড়ে না কেন; এ জন্য। মানে সব বিষয়ে যেন অভিন্নতা থাকে। আচ্ছা, মানুষে মানুষে অমিল থাকে না? একজন কক্সবাজার যাবে আরেকজন বান্দরবান যেতে পারে না? দুজনের কেনই বা একই জায়গায় যেতে হবে?
অমিল রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে বেশি। এমনকি পিতা-পুত্রের মধ্যেও লেগে যায়। একেবারে সম্পর্ক নষ্ট হওয়ার মতো। বন্ধুদেরও বিরোধীতা করা যায় না। সম্পর্ক নষ্ট হবে। শত্রুতা তৈরি হবে।
এভাবেই চলছে। যত চুপচাপ থাকা যায় ততই মঙ্গল। এভাবে কি থাকা যায়?
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৬
০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জ্বি।
২|  ২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:১৮
২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন: 
এমন পরিবেশের ফলে,  সহ্য ও ধৈর্য ক্ষমতা বাড়বে, খারাপ নয়!
  ০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৬
০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হলেই ভালো
৩|  ২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:৪৭
২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:৪৭
রাজীব নুর বলেছেন: আমারও কারো সাথে বনছে না। 
মায়ের সাথেও খুব ঝগড়া হয়ে গেল।
  ০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৭
০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুশকিল।
৪|  ২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫৬
২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫৬
নিমো বলেছেন: এ সবই Cabin fever এর লক্ষণ। এই মুহূর্তে নীরবতাই হিরন্ময়।
  ০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৮
০৮ ই মে, ২০২০  রাত ৯:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জ্বি। যেহেতু খাপ খাওয়ানো কঠিন, নীরবই থাকছি।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:০৪
২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য । চুপচাপ বই পড়ুন