নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ব্লগে কয়েক মাস ধরে তেমন শোরগোল নেই। কয়েক মাস শেখ হাসিনা বিরোধী পোস্ট আসত, এখনও আসে। তবে এগুলো তেমন জমছে না। মাঠে প্রতিপক্ষ না থাকলে খেলা যেমন জমে না, কাউন্টার অ্যাটাক না থাকায় ব্লগও জমছে না। এ জন্য দেখা যাচ্ছে পোস্টদাতারাও নিজেরাই ঝিমিয়ে যাচ্ছেন। যদিও নব উদ্যমে বারবার আসেন, তবে তাতেও কাজ হয় না।
যাহোক, আমি নিজেও তেমন সময় পাই না এক লাইন লেখার। দু-তিনদিনে হয়তো একবার-দু'বার ঢুঁ মারি। এসে সবচেয়ে বিরক্ত হই, যখন দেখি একই ব্যক্তির একাধিক পোস্ট আলোচিত পাতায়। মৌলিক লেখা হলেও মানা যেত, সবই পত্রিকা থেকে কপি করা। আচ্ছা, আমরা কি পত্রিকা পড়ি না? পত্রিকার খবর এনে ব্লগই বা ভরতে হবে কেন?
ব্লগ কর্তৃপক্ষ কিছু বলে না। বুড়োরা সময় কাটাক; এ কারণে নাকি ব্লগ কর্তৃপক্ষের চোখে পড়ে না?
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বয়স্ক দেখে ছাড় দেওয়া হচ্ছে মনে হয়।
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
জেনারেশন৭১ বলেছেন:
মনে হচ্ছে, বেশীরবভাগ ব্লগার দেশের বর্তমান অবস্হা বুঝতে পারছেন না।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বুঝতে পারছে। প্রতিহিংসাপরায়ণতার কারণে বাকি সব এড়িয়ে চলছে।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
শায়মা বলেছেন: লেখা কমে যাবার থেকে কপি পেস্ট মানে খবরাখবর কপিপেস্ট টিকে থাকলেও তো ব্লগটা অন্তত চলবে। সবাই বিজি বিজি বিজি, লেখালিখি করার সময়ই নেই কারো। তবে শিল্প সাহিত্য কপি পেস্ট হলে ডিশুম ঢাশুম কিল ঘুষি ভূষি!
১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পত্রিকার খবর কপিপেস্ট করে লাভ কী? এগুলো তো সবাই জানেই।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫২
রাকু হাসান বলেছেন:
আমিও লক্ষ্য করছি । আমরা কি আসলেই ব্লগার নাকি প্রচারক । আমি একজন পাঠক হিসাবেই ব্লগে আছি।শুধু এটা না ,কিছু ব্লগার মাল্টি নিক দিয়ে লাইক দিয়ে আলোচিত পাতায় চলে যাচ্ছে ।
১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রচারক বলাই শ্রেয়।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: তিন মাস ধরে ব্লগে সক্রিয় আছি। অনেক গুলো ব্লগ লিখে ফেললাম। কিন্তু অজানা কারণে আমার কোন ব্লগ প্রথম পাতায় আসেনি। কারণটা কি বুঝতে পারছি না। এই ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেও কোন সমাধান পাইনি।আমি যারপর নাই ক্ষুব্দ এবং হতাশ।
১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার লেখা তো ভালোই দেখলাম। আপনি কাল্পনিক_ভালোবাসা বরাবর মেইল করুন।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: ব্লগ থেমে নেই। চলছে। এটা অনেক বড় ব্যাপার।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: এই নিয়ে অভিযোগ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি।