![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
পছন্দের পোশাক, বিছানার চাদর অথবা টেবিলের কাপড়ে লেগে যাওয়া কঠিন কোনো দাগ তুলতে না পারলে মনটা খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু দাগই যদি না লাগে, তবে তো আর দাগ তোলার দুশ্চিন্তাই থাকে না। হ্যাঁ, এই দুশ্চিন্তা থেকে রেহাই দিতে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন নতুন এক ধরনের প্রলেপ।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ব-বিদ্যালয়ের প্রকৌশল বিজ্ঞানীরা এই প্রলেপ তৈরি করেছেন। ঠাণ্ডা ও গরম পানীয়, উদ্ভিজ তেল, শ্যাম্পু, রক্ত, রং, কাদামাটি, প্রিন্টারের কালি থেকে শুরু করে শক্তিশালী সালফিউরিক ও হাইড্রোক্লোরিক এসিড—এ রকম একশ’রও বেশি উপাদান থেকে কাপড়কে রক্ষা করবে এই আবরণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সুপারওমনিফোবিক কোটিং। শুধু রেফ্রিজারেটর ও এসিতে ব্যবহৃত তরলিকৃত ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) এই আবরণ ভেদ করতে পারে।
আমেরিকান কেমিকেল সোসাইটি প্রকাশিত সাময়িকীর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থিতিস্থাপক প্লাস্টিকের সঙ্গে কার্বন, ফ্লোরিন, সিলিকন ও অক্সিজেন গ্যাসের সমন্বয়ে এই প্রলেপ তৈরি করা হয়েছে। প্রলেপটির ৯৫ থেকে ৯৯ শতাংশই মূলত বায়বীয় পদার্থ। এটি খুবই হালকা। প্রলেপটি শুধু কাপড়কে দাগ থেকে সুরক্ষা দিতে পারবে তা-ই নয়, যুদ্ধক্ষেত্রের সৈনিক এবং গবেষণাগারে গবেষকদের মুখাবরণী তৈরিতেও এটি ব্যবহার করা যাবে। কারণ পাতলা এই আবরণের মধ্য দিয়ে সহজেই শ্বাস নেয়া যায়। সূত্র : ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
চ।ন্দু বলেছেন: এটা ব্যাচেলরদের অনেক কাজ লাগবে। বিশেষ করে যারা আমার মত ম্যারিড ব্যাচেলর। ধন্যবাদ আপনাকে ত্যাট শেয়ার করার জন্যে।