নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কানাডায় একজন নারী সমকামীও জয়ী হতে পারেন...ক্যাথলিন উইন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

দ্য বেঙ্গলি টাইমস ডটকম

অন্টারিওর ক্ষমতাসীন দল লিবারাল পার্টি তাদের নতুন নেতা এবং অন্টারিওর ভাবী প্রিমিয়ার হিসেবে প্রাদেশিক রাজধানী টরন্টোর অধিবাসী নারী নেত্রী ক্যাথলিন উইনকে বেছে নিয়েছে। চরম নাটকীয়তা, মুহুর্মুহূ পটপরিবর্তন আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫৯ বছর বয়সী ক্যাথলিন সবাইকে আরও একবার দেখালেন তাঁর সাংগঠনিক দক্ষতা আর সবার মন জয় করার ক্ষমতা। চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী চার শক্তিশালী প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিদের সমর্থন নিয়ে পার্টির নেতা হিসেবে আবিভূর্ত হয়েছেন। সমকামী হিসেবে পরিচিত ক্যাথলিন উইন দলের কাণ্ডারি মনোনীত হওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, অনেক অনেক ধন্যবাদ অসাধারণ লিবারাল ও অন্টারিয়ানরা। জাত-পাত নয়, অন্টারিয়ানরা কাজকেই বিবেচনা করে, তা-ই প্রমাণিত হয়েছে। ওয়াইন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান্ড্রা পুপাটেল্লোকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তাঁর ভাষায়, আপনার খুব প্রয়োজন। আপনার সঙ্গে কাজ করতে চাই।

লিবারাল পার্টি নেতৃত্বাধীন অন্টারিওর প্রাদেশিক সরকারের প্রিমিয়ার ডাল্টন ম্যাকগুইনটি গত অক্টোবরে দলীয় প্রধানের পদ থেকে আকষ্মিকভাবে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর দলীয় নেতা নির্বাচনের জন্য ২০৭৭ সদস্যের ককেশাসের ভোটাভুটিতে জয়ী হতে ক্যাথলিন উইনের প্রয়োজন ছিল এক হাজার নয় ভোট, পেয়েছেন এক হাজার ১৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান্ড্রা পুপাটেল্লো পান ৮১৭ ভোট। ফলাফল ঘোষণার পর ক্যাথলিনের পক্ষে যোগ দেওয়া মনোনয়ন প্রার্থী তৃতীয় স্থান অধিকারী এমপিপি চালর্স সসা পেয়েছেন ২০৩টি ভোট। প্রথম পর্বের ভোটাভুটিতে যথাক্রমে ১৫০ ও ২৩৫ ভোট করে পাওয়া এরিক হসকিন্স ও এমপিপি হরিন্দর থাকার দ্বিতীয় পর্বের ভোটাভুটির আগেই প্রার্থিতা প্রত্যাহার করে ক্যাথলিন উইনের পক্ষে যোগ দেন। পরে অপর প্রার্থী গেরহার্ড কেনেডিও তাঁদের দলে যোগ দেন।

লিবারাল পার্টির নতুন নেতা মনোনীত হওয়ার পর ক্যাথলিন উইন বিপুল হর্ষধ্বনির মধ্যে বলেন, অন্টারিয়ানরা নতুন করে নির্বাচন চায়নি, তারা অন্টারিও লিবারাল পার্টিকেই প্রদেশ-নেতৃত্ব অব্যাহত রাখতে আগ্রহী ছিল। আজ তাদের বিজয় হয়েছে। তিনি বিরোধী দল প্রোগ্রেসিভ কনজারভেটিভ এবং নিউ ডেমোক্রেটিক পার্টির নেতাদের উদ্দেশ্য করে বলেন, অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা না পেলে প্রদেশের সবকয়টি আসনের জন্য লড়াই করবেন।

ক্যাথলিন উইন তাঁর সমকামী পরিচিতির ব্যাপারে বলেন, একজন নারী সমকামীও যে জয়ী হতে পারেন, তাঁর প্রমাণ হয়ে গেছে। অন্টারিয়ানরা আমাকে জাত বা বর্ণ পরিচয়ে বিচার করবে না। দিন শেষে আমার কাজ ও দক্ষতা দিয়েই মূল্যায়ন করবে।

অন্টারিও প্রিমিয়ার ও বর্তমান দলীয় প্রধান ডাল্টন ম্যাকগুইনটি নতুন দলীয় নেতা ক্যাথলিন উইনেক অভিনন্দন জানিয়ে বলেছেন, সবকিছু বুঝিয়ে দিতে উদগ্রীব হয়ে আছি। আশা করি, নতুন নেতৃত্ব লিবারাল পাটিকে আরও সংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলবে।



তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.