নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

তাজমহল ভেঙে ফেলা উচিত

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

দ্য বেঙ্গলি টাইমস ডটকম

ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী আজম খান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহানের বিপুল অর্থ ব্যয় ‘অযৌক্তিক’ অভিহিত করে বলেছেন, তাজমহল ভেঙে ফেলা উচিত। এ উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় এই সমাধিসৌধ ভাঙার কাজে নেতৃত্ব দিতেন। ভারতের ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এজের এক রিপোর্টে গতকাল বলা হয়, রোববার মোজাফফর নগরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এএফপি।

মন্ত্রী বলেন, বাবরি মসজিদ ভাঙার পরে সৃষ্ট দাঙ্গা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। তবে কেউ যদি তাজমহল ভেঙে ফেলার জন্য আন্দোলন সূচনা করে তাহলে তিনি সানন্দে সে লক্ষ্যে একটি আন্দোলনের নেতৃত্ব দেবেন। কেননা তিনি মনে করেন জনগণের বিপুল অর্থ অপচয়ের মাধ্যমে স্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানানোর কোনো অধিকার শাহজাহানের ছিল না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মায়াবতীও একইভাবে জনগণের অর্থ অপচয় করে তার দলের শীর্ষ নেতা ও আইকনদের স্মৃতিসৌধ এবং ভাস্কর্য নির্মাণ করেছেন।





তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: হাস্যকর কথাবার্তা আরকি!

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

রামিজের ডিপফ্রিজ বলেছেন: আজম খান নিজেকে মুসলিমদের রক্ষাকর্তা ভাবেন। তৃতীয় শ্রেণীর নেতা একজন। ধর্মভিত্তিক রাজনীতি যেই করুক- বিজেপি, আর এস এস, জামাত, অকালী দল সবাইকেই আমি ঘৃণা করি।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

রিওমারে বলেছেন: এটা ভেঙ্গে ফেললে কি টাকা ফেরত আসবে নাকি বরং ভাঙতে আরও কয়েক হাজার রুপি খরচ করতে হবে। :P :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

এক্সপেরিয়া বলেছেন: মাথার তার ছিঁড়া মনে হয়

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

ChayapuruSH বলেছেন: ভারত বড়ই আজব একটা দেশ ।। :-&
যেই তাজমহল এর কারনে সারা পৃথিবীর মানুষ
ভারতের নাম জানে , সেই তাজমহল ভাইঙ্গা ফেলবার চায় ।।
নিজের পায়ে নিজেই কুড়াল মারব ।।
সেলুকাস । =p~ =p~ =p~ =p~

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

হাঁসি মুখ বলেছেন: রিওমারে বলেছেন: এটা ভেঙ্গে ফেললে কি টাকা ফেরত আসবে নাকি বরং ভাঙতে আরও কয়েক হাজার রুপি খরচ করতে হবে। :-P :-P

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

শূন্য পথিক বলেছেন: আগে কোথায় যেন পড়েছি...

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

-মেগামাইন্ড- বলেছেন: ChayapuruSH বলেছেন: ভারত বড়ই আজব একটা দেশ ।সহমত

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মুহাই বলেছেন: সস্তা জনপ্রিয়তা লাভের বুদ্ধি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.