![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
জার্মানির সাবেক চ্যান্সেলর হিটলারের সঙ্গে ইভা ব্রাউনের গোপন পরিণয় ছিল। এ প্রেমের ধারাবাহিকতায় তারা ১৯৪৫ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক দশকেরও বেশি সময় তাদের মধ্যে সম্পর্ক ছিল। এ সময় হিটলার-ইভা অনেক স্থানে দেখা করেছেন, ডিনার করেছেন। সম্প্রতি ইভাকে উপহার হিসেবে দেওয়া হিটলারের একটি প্লাটিনামের ঘড়ির সন্ধান পাওয়া গেছে। মিউনিখ জাদুঘরের আধুনিক গ্যালারিতে ঘড়িটি এতদিন সংরক্ষিত ছিল। জানা যায়, প্রেমিকা ইভার ২৭তম জন্মদিনে ১৯৩৯ সালের ৬ ফেব্রুয়ারি ঘড়িটি উপহার দিয়েছিলেন হিটলার। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কয়েক দিন বাকি। হিটলারের স্মৃতিবিজড়িত ওই ঘড়িটিতে উপহার দেওয়ার দিন-তারিখ খোদাই করে লেখা ছিল। পাশে ছিল হিটলারের অটোগ্রাফ। এটি এতদিন মিউনিখ জাদুঘরে নাৎসীদের ব্যবহৃত মূল্যবান জিনিস হিসেবে সংরক্ষিত ছিল। দ্য মিরর জার্নালের গবেষকরা ঘড়িটির সন্ধান পেয়েছেন। জানা যায়, পরিণয়ের আগে ইভা ব্রাউন হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। ১৯৩০-এর দশকে তারা পরস্পর গভীর প্রেমে জড়িয়ে পড়েন। ২৯ এপ্রিল ১৯৪৫ সালে তারা বিয়ে করেন এবং মিত্রবাহিনী জার্মানি দখলের দ্বারপ্রান্তে চলে এলে বিয়ের একদিন পর উভয়ে একসঙ্গে আত্মহত্যা করেন। ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ...?
অনেক সুন্দর ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
কালোপরী বলেছেন: সুন্দর উপহার